তারিকুল ইসলাম কাজী রাকিব পাথরঘাটা (বরগুনা)

বরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
মাছের পোনা সংরক্ষণে মৎস্য আইন অনুযায়ী, সোয়া চার ইঞ্চির কম পরিধির ফাঁসের জাল ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অথচ নদীগুলোতে জেলেরা আধা ইঞ্চির কম থেকে পৌনে এক ইঞ্চি পরিধির ফাঁসের জাল ব্যবহার করে জাটকাসহ নানা ছোট মাছ নিধন করছেন। যা শহরসহ বিভিন্ন গ্রামগঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
পাথরঘাটা সদর ইউনিয়নের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ইউনিয়নে তিন শতাধিক নৌকায় করে জাল দিয়ে মাছ ধরা হয়। এসব জালে এখন বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ধরা পড়ছে ইলিশের পোনা। যা হাট-বাজার এবং শুঁটকিপল্লিতে সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধা জালে নদীতে প্রচুর পরিমাণে ইলিশের পোনা মারা পড়ছে। জেলেরা খুব ছোট পোনাগুলো নদীতে ফেলে দিয়ে আসে। দেড়-দুই ইঞ্চি আকারের পোনাগুলো প্রকাশ্যে খোলা ডাকে বিক্রি করছে। প্রতিদিন কী পরিমাণ পোনা নিধন হচ্ছে, তা নিজের চোখে না দেখলে কল্পনা করাও কঠিন। প্রশাসন যদি কঠোর নজরদারি না করে তাহলে ইলিশসম্পদ রক্ষা করা সম্ভব হবে না। আগামী মৌসুমে ইলিশ মাছ আহরণে চরম সংকট দেখা দেবে।
সদর ইউনিয়নের রুহিতা গ্রামের জাকির হোসেন অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে প্রতিদিন প্রকাশ্যে অবৈধ জাল দিয়ে মাছের পোনা ধ্বংস করা হচ্ছে। কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা আল আমিন পাথরঘাটা প্রেসক্লাবে এসে অভিযোগ করেন, এভাবে ছোট মাছ নিধনে বাধা দিলে জেলেরা হুমকিধমকি দেন।
এ নিয়ে কথা হলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এভাবে অবৈধ জাল দিয়ে পোনা শিকার করলে ইলিশের বংশ ধ্বংস হয়ে যাবে। নদ-নদীতে পানি থাকবে কিন্তু মাছ থাকবে না।
পোনা শিকার রোধে বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত মাস থেকে এখন পর্যন্ত ৫০টির বেশি অভিযান পরিচালনা করেছি। যেহেতু জেলায় তিনটি নদী আর আমাদের জনবল কম, ফলে সব জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব নয়। এই সুযোগে অসাধু জেলেরা ইলিশের পোনা ধরে চাপিলা বলে গোপনে বিক্রি করছে। আমরা নদীতে টহল জোরদার করেছি।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন, ‘বিভিন্ন এলাকার অসাধু জেলেরা অবৈধ জাল দিয়ে ইলিশসহ নানা জাতের পোনা নিধন করছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

বরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
মাছের পোনা সংরক্ষণে মৎস্য আইন অনুযায়ী, সোয়া চার ইঞ্চির কম পরিধির ফাঁসের জাল ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অথচ নদীগুলোতে জেলেরা আধা ইঞ্চির কম থেকে পৌনে এক ইঞ্চি পরিধির ফাঁসের জাল ব্যবহার করে জাটকাসহ নানা ছোট মাছ নিধন করছেন। যা শহরসহ বিভিন্ন গ্রামগঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
পাথরঘাটা সদর ইউনিয়নের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ইউনিয়নে তিন শতাধিক নৌকায় করে জাল দিয়ে মাছ ধরা হয়। এসব জালে এখন বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ধরা পড়ছে ইলিশের পোনা। যা হাট-বাজার এবং শুঁটকিপল্লিতে সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধা জালে নদীতে প্রচুর পরিমাণে ইলিশের পোনা মারা পড়ছে। জেলেরা খুব ছোট পোনাগুলো নদীতে ফেলে দিয়ে আসে। দেড়-দুই ইঞ্চি আকারের পোনাগুলো প্রকাশ্যে খোলা ডাকে বিক্রি করছে। প্রতিদিন কী পরিমাণ পোনা নিধন হচ্ছে, তা নিজের চোখে না দেখলে কল্পনা করাও কঠিন। প্রশাসন যদি কঠোর নজরদারি না করে তাহলে ইলিশসম্পদ রক্ষা করা সম্ভব হবে না। আগামী মৌসুমে ইলিশ মাছ আহরণে চরম সংকট দেখা দেবে।
সদর ইউনিয়নের রুহিতা গ্রামের জাকির হোসেন অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে প্রতিদিন প্রকাশ্যে অবৈধ জাল দিয়ে মাছের পোনা ধ্বংস করা হচ্ছে। কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা আল আমিন পাথরঘাটা প্রেসক্লাবে এসে অভিযোগ করেন, এভাবে ছোট মাছ নিধনে বাধা দিলে জেলেরা হুমকিধমকি দেন।
এ নিয়ে কথা হলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এভাবে অবৈধ জাল দিয়ে পোনা শিকার করলে ইলিশের বংশ ধ্বংস হয়ে যাবে। নদ-নদীতে পানি থাকবে কিন্তু মাছ থাকবে না।
পোনা শিকার রোধে বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত মাস থেকে এখন পর্যন্ত ৫০টির বেশি অভিযান পরিচালনা করেছি। যেহেতু জেলায় তিনটি নদী আর আমাদের জনবল কম, ফলে সব জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব নয়। এই সুযোগে অসাধু জেলেরা ইলিশের পোনা ধরে চাপিলা বলে গোপনে বিক্রি করছে। আমরা নদীতে টহল জোরদার করেছি।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন, ‘বিভিন্ন এলাকার অসাধু জেলেরা অবৈধ জাল দিয়ে ইলিশসহ নানা জাতের পোনা নিধন করছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৬ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৭ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে