ঝালকাঠি প্রতিনিধি

নিলামে সাড়ে একটি জাম্বুরা বিক্রি হয়েছে ৬ হাজার টাকা। অবিশ্বাস্য হলেও ঝালকাঠি পৌর মিনি পার্কে গতকাল (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। জাম্বুরাটির ওজন তিন কেজি।
অনলাইন ও অফলাইনে নিলাম আয়োজন করে জাম্বুরাটি বিক্রি করেছেন ইমাম হোসেন নামের এক ব্যক্তি। কিনেছেন শাহ আলম নামের একজন।
জানা যায়, ইমাম হোসেন ঝালকাঠিতে ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত হয়ে ওঠায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসা মো. সুলতান নামে একজন ইমামকে একটি জাম্বুরা উপহার দেন। সঙ্গী-স্বেচ্ছাসেবীদের পরামর্শে ইমাম সিদ্ধান্ত নেন—জাম্বুরাটি নিলামে তুলবেন। এ থেকে পাওয়া টাকা খরচ করবেন করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবায়।
যেই ভাবা, সেই কাজ। উদ্দেশ্য উল্লেখ করে ফেসবুকে নিলাম ডাকলেন। দাম উঠল ৫ হাজার টাকা পর্যন্ত। আরও বেশি দাম পাওয়ার আশায় বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি পৌর মিনি পার্কে সরাসরি নিলামে তোলেন। নিলামের খবর পেয়ে অনেকেই এ পার্কে ভিড় জমান। এখানে সর্বোচ্চ হাঁক ৬ হাজার টাকায় বিক্রি হয় জাম্বুরাটি।
নিলামের আয়োজক ইমাম বলেন, মানুষের মাঝে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। এ জন্য ভালোবেসে একজন জাম্বুরাটি দিয়েছেন। আরও বেশি মানুষের মাঝে ফ্রি অক্সিজেন সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ নিলাম আয়োজন।

নিলামে সাড়ে একটি জাম্বুরা বিক্রি হয়েছে ৬ হাজার টাকা। অবিশ্বাস্য হলেও ঝালকাঠি পৌর মিনি পার্কে গতকাল (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। জাম্বুরাটির ওজন তিন কেজি।
অনলাইন ও অফলাইনে নিলাম আয়োজন করে জাম্বুরাটি বিক্রি করেছেন ইমাম হোসেন নামের এক ব্যক্তি। কিনেছেন শাহ আলম নামের একজন।
জানা যায়, ইমাম হোসেন ঝালকাঠিতে ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত হয়ে ওঠায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঝালকাঠির নবগ্রাম বাজারে জাম্বুরা বিক্রি করতে আসা মো. সুলতান নামে একজন ইমামকে একটি জাম্বুরা উপহার দেন। সঙ্গী-স্বেচ্ছাসেবীদের পরামর্শে ইমাম সিদ্ধান্ত নেন—জাম্বুরাটি নিলামে তুলবেন। এ থেকে পাওয়া টাকা খরচ করবেন করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবায়।
যেই ভাবা, সেই কাজ। উদ্দেশ্য উল্লেখ করে ফেসবুকে নিলাম ডাকলেন। দাম উঠল ৫ হাজার টাকা পর্যন্ত। আরও বেশি দাম পাওয়ার আশায় বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি পৌর মিনি পার্কে সরাসরি নিলামে তোলেন। নিলামের খবর পেয়ে অনেকেই এ পার্কে ভিড় জমান। এখানে সর্বোচ্চ হাঁক ৬ হাজার টাকায় বিক্রি হয় জাম্বুরাটি।
নিলামের আয়োজক ইমাম বলেন, মানুষের মাঝে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। এ জন্য ভালোবেসে একজন জাম্বুরাটি দিয়েছেন। আরও বেশি মানুষের মাঝে ফ্রি অক্সিজেন সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ নিলাম আয়োজন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে