Ajker Patrika

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে নানার সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরকুতুবপুর গ্রামের ভূঁইয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুলছাত্রের নাম ফিহান (১০)। সে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মাছুম হাওলাদারের ছেলে। ফিহান তার নানা নিজাম ভূঁইয়ার বাড়িতে থেকে পূর্ব চরকুতুবপুর একে স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।

নিজাম ভূঁইয়া বলেন, আজ বেলা পৌনে ১টার দিকে ফিহানকে নিয়ে আড়িয়াল খাঁ নদে গোসলে নামেন তিনি। ফিহান সাঁতার না জানায় সে নদের কিনারে গোসল করছিল। হঠাৎ সে পিছলে নদের স্রোতের মধ্যে ডুবে যায়। সঙ্গে সঙ্গে ডুব দিয়ে তাকে খুঁজে না পেয়ে চিৎকার দেন নিজাম। খবর পেয়ে স্বজন ও স্থানীয় জেলেরা নদে ফিহানের খোঁজ শুরু করেন।

নিজাম ভূঁইয়া আরও বলেন, এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ইঞ্জিনচালিত নৌকা ও জাল দিয়ে নিখোঁজ ফিহানকে উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত