
‘দিন যত যাইতেছে বাজারে দাম একছের বাড়তেছে। কিন্তু আমাগো ভাড়া বাড়ে না। বর্তমানে বাজারের সবকিছু হাতের বাইরে। এহানে আইয়া দেহি পোলাপাইনে বাজারের থেইকা কম টাহায় রোজার মালপত্র বেছে। এহান দিয়া ১০ টাকা বাঁচলেও আমাগো মতো গরিবের লাভ।’
আজ সোমবার পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশুপার্কে ‘রমজানের বাজার’ থেকে নিত্যপণ্য কিনতে এসে কথাগুলো বলছিলেন অটোরিকশাচালক ফিরোজ। পবিত্র রমজান মাস সামনে রেখে ফিরোজের মতো সীমিত আয়ের মানুষকে একটু স্বস্তি দিতে স্বল্প মূল্যে পণ্য বিক্রির এ বাজার বসিয়েছে ‘পটুয়াখালীবাসী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সকালে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় ছোলা, মসুর ডাল, তেল, মুড়ি, চিনি, চিড়া, লবণ, খেজুরসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। স্বেচ্ছাসেবীরা জানান, পুরো রমজান মাসে এক দিন পরপর বাজার বসবে। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে। খুচরা বাজারের তুলনায় প্রতি কেজি পণ্যে ২০-৪০ টাকা কম রাখা হবে।
পটুয়াখালীবাসী সংগঠনের সদস্যরা এর আগেও ভর্তুকি দিয়ে, আবার কখনো পাইকারি বাজার থেকে পণ্য কিনে ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে কম টাকায় বিক্রি করেছেন। এবার চালু করেছেন রমজানের বাজার।

এখানে পণ্য কিনতে আসা কুলসুম বেগম নামের একজন বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। পরিবারের চাহিদা মেটাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে এই বাজার থেকে সাশ্রয়ী দামে সব প্রয়োজনীয় জিনিস পাচ্ছি।’
পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, ‘আমরা এ বাজারের আয়োজন করেছি, যাতে রমজান মাসে অন্তত বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারি। আর সাধারণ মানুষ সাশ্রয়ী দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। আমরা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় আকারে করতে চাই, যাতে আরও বেশি মানুষ উপকৃত হয়।’
এ উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক আবু হাসনাত বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি বিশেষভাবে মধ্যবিত্ত মানুষের জন্য উপকারী। আমরা সাধুবাদ জানাই এবং তাদের পাশে রয়েছি।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২১ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে