নিজস্ব প্রতিবেদক, বরিশাল

তরুণীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের দায়ে বরিশালে দুজনকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন (৩০ বছর) ও ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
দণ্ডিত দুজন হলেন জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের তৌকীর সন্যাম (৪০) ও আউয়াল রাঢ়ী (৩৪)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। ধর্ষণের ১০ বছর পর আজ এই রায় দেওয়া হলো।
দুটি দণ্ডে মোট ৪৪ বছর সাজা একযোগে কার্যকর হবে বলে আদালত সূত্রে জানা গেছে। জামিনে মুক্ত থাকা অভিযুক্ত দুজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের সাঁটলিপিকার মো. সাইফুল ইসলাম বলেন, দলবদ্ধ ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনের ৯ (৩) ধারায় যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অপহরণের দায়ে ৭ ধারায় ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দুটি দণ্ড একযোগে কার্যকর হবে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৭ জুন বরিশাল সদর থেকে ওই মেয়ে গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে রওনা হন। সকাল পৌনে ৮টার দিকে লঞ্চে ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড স্টেশনে নামেন তিনি। এ সময় অভিযুক্তরা তাঁকে অপহরণ করে ভাতশালা গ্রামের একটি পুকুরের পাড়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। ওই মেয়ে সেদিনই চারজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

তরুণীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের দায়ে বরিশালে দুজনকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন (৩০ বছর) ও ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
দণ্ডিত দুজন হলেন জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের তৌকীর সন্যাম (৪০) ও আউয়াল রাঢ়ী (৩৪)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। ধর্ষণের ১০ বছর পর আজ এই রায় দেওয়া হলো।
দুটি দণ্ডে মোট ৪৪ বছর সাজা একযোগে কার্যকর হবে বলে আদালত সূত্রে জানা গেছে। জামিনে মুক্ত থাকা অভিযুক্ত দুজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের সাঁটলিপিকার মো. সাইফুল ইসলাম বলেন, দলবদ্ধ ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনের ৯ (৩) ধারায় যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অপহরণের দায়ে ৭ ধারায় ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দুটি দণ্ড একযোগে কার্যকর হবে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৭ জুন বরিশাল সদর থেকে ওই মেয়ে গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে রওনা হন। সকাল পৌনে ৮টার দিকে লঞ্চে ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড স্টেশনে নামেন তিনি। এ সময় অভিযুক্তরা তাঁকে অপহরণ করে ভাতশালা গ্রামের একটি পুকুরের পাড়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। ওই মেয়ে সেদিনই চারজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে