বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব বোনাসসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের বরিশাল বিভাগীয় সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচি হয়।
সমাবেশ শেষে শিক্ষক-কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে বক্তৃতা দেন আহ্বায়ক রেজাউল করিম, অধ্যক্ষ প্রণব কুমার বেপারী, অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুণ্ড, অধ্যাপক জলিলুর রহমান ও জিয়া শাহিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থার শতকরা ৯৮ ভাগ পরিচালনা করে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। মানবসম্পদ বিকাশে ভূমিকা রাখা এই ৫ লক্ষাধিক শিক্ষক কর্মচারীরা মাত্র ২৫ ভাগ উৎসব বোনাস, বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা করে পেয়ে আসছেন। এতে একজন শিক্ষকের ন্যূনতম জীবনমান নির্বাহ করা অসম্ভব। মানব সম্পদ উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ কল্পনা করা যায় না। স্বাধীনতার ৫৩ বছর পরেও এ ধরনের বঞ্চনা মেনে নেওয়া কষ্টকর। আসন্ন পবিত্র ঈদুল ফিতর থেকেই আমরা শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব বোনাসসহ শিক্ষা জাতীয়করণের দাবি জানাচ্ছি।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৪ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৬ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২২ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৮ মিনিট আগে