আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে হাঁসের মালিকানা নিয়ে দ্বন্দ্বে চাচি নার্গিস বেগমকে (৪২) তাঁর ভাশুরের ছেলে শামীম হাওলাদার কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কড়াইবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নার্গিস বেগমকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলা কড়াইবুনিয়া গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী নার্গিস বেগমকে তাঁর জামাতা ২৪টি হাঁসের বাচ্চা লালনপালনের জন্য দেন। এগুলোর মধ্যে আটটি ভাশুর সৈয়দ হাওলাদারের ছেলে শামীম হাওলাদার নিজের বলে দাবি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। চাচি নার্গিস বেগমের দাবি, শামীম বৈঠকের সিদ্ধান্ত মানতে নারাজ। আজ সকাল ১০টার দিকে শামীম ও তাঁর সহযোগী ইমরান খাঁচা ভেঙে হাঁসের বাচ্চা জোর করে নিয়ে যান। এ সময় নার্গিস বেগম বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নার্গিস বেগম বলেন, ‘আমার হাঁসের বাচ্চা শামীম ও তার সহযোগী ইমরান নিয়ে গেছে। আমি এতে বাধা দেওয়ায় শামীম আমাকে কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।’
এদিকে চাচিকে কুপিয়ে আহত করার কথা অস্বীকার করে শামীম হাওলাদার বলেন, ‘আমার হাঁসের বাচ্চা চাচি চুরি করে নিয়ে গিয়েছিল। ওই বাচ্চা আমি তার খাঁচা থেকে ধরে এনেছি।’
স্থানীয় সালিসদার মাসুম হাওলাদার বলেন, ‘সালিসে শামীমকে আমি ব্যক্তিগতভাবে হাঁসের বাচ্চা কিনতে ১ হাজার টাকা দিয়েছি। এখন শুনতে পাচ্ছি, শামীম তার চাচিকে মারধর করেছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, নার্গিস বেগমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনার আমতলীতে হাঁসের মালিকানা নিয়ে দ্বন্দ্বে চাচি নার্গিস বেগমকে (৪২) তাঁর ভাশুরের ছেলে শামীম হাওলাদার কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কড়াইবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নার্গিস বেগমকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলা কড়াইবুনিয়া গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী নার্গিস বেগমকে তাঁর জামাতা ২৪টি হাঁসের বাচ্চা লালনপালনের জন্য দেন। এগুলোর মধ্যে আটটি ভাশুর সৈয়দ হাওলাদারের ছেলে শামীম হাওলাদার নিজের বলে দাবি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। চাচি নার্গিস বেগমের দাবি, শামীম বৈঠকের সিদ্ধান্ত মানতে নারাজ। আজ সকাল ১০টার দিকে শামীম ও তাঁর সহযোগী ইমরান খাঁচা ভেঙে হাঁসের বাচ্চা জোর করে নিয়ে যান। এ সময় নার্গিস বেগম বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নার্গিস বেগম বলেন, ‘আমার হাঁসের বাচ্চা শামীম ও তার সহযোগী ইমরান নিয়ে গেছে। আমি এতে বাধা দেওয়ায় শামীম আমাকে কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।’
এদিকে চাচিকে কুপিয়ে আহত করার কথা অস্বীকার করে শামীম হাওলাদার বলেন, ‘আমার হাঁসের বাচ্চা চাচি চুরি করে নিয়ে গিয়েছিল। ওই বাচ্চা আমি তার খাঁচা থেকে ধরে এনেছি।’
স্থানীয় সালিসদার মাসুম হাওলাদার বলেন, ‘সালিসে শামীমকে আমি ব্যক্তিগতভাবে হাঁসের বাচ্চা কিনতে ১ হাজার টাকা দিয়েছি। এখন শুনতে পাচ্ছি, শামীম তার চাচিকে মারধর করেছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, নার্গিস বেগমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৬ মিনিট আগে