আমতলী (বরগুনা) প্রতিনিধি

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বর আবু বকর আকনের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। তারা নববধূর দুই ভরি স্বর্ণালংকার ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা চারজনকে পিটিয়ে আহত করে। বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আজ শনিবার আমতলী থানায় লিখিত অভিযোগ করেছেন আবু বকর।
আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের মোতালেব আকনের ছেলে বর আবু বকর। রিগাল ফার্নিচারের সুপার ভাইজার হিসেবে কাজ করেন তিনি।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন আবু বকর। ওই সময় আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালান। পরে তাঁরা নববধূর পরিহিত দুই ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যান। এতে বাধা দিলে নববধূর শ্বশুর মোতালেব আকন (৬০), ভগ্নিপতি ইউসুফ আকন (৪৬), ননদ রিপা আক্তার (২৫), জুলেখা আক্তারকে (৩৬) পিটিয়ে জখম করা হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আজ শনিবার আমতলী থানায় বর আবু বকর বাদী হয়ে আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
আবু বকর বলেন, ‘নববধূকে নিয়ে বাড়িতে এসে মেহমানদের নাশতা করাচ্ছিলাম। এমন মুহূর্তে আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী এসে আমার বাড়িতে হামলা চালায়। পরে আমার নববধূর শরীরে পরিহিত দুই ভরি গয়না ছিনতাই করে নিয়ে যায়। এতে বাধা দিলে সন্ত্রাসীরা আমার বাবা, দুই বোন ও ভগ্নিপতিকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে কদম আলী মাদবর বলেন, ‘আবু বকর আমার ভাগনে। তার বিয়েতে আমার অপর তিন ভাগনে গ্রুপকে দাওয়াত দেয়নি। এ বিষয়ে জানতে শুক্রবার রাতে বশির ফকির ও সবুজ হাওলাদার খালাতো ভাই আবু বকর আকনের বাড়িতে যায়। ওই সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি এবং ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু নববধূর গয়না ছিনতাইয়ের ঘটনা মিথ্যা।’
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বর আবু বকর আকনের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। তারা নববধূর দুই ভরি স্বর্ণালংকার ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা চারজনকে পিটিয়ে আহত করে। বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আজ শনিবার আমতলী থানায় লিখিত অভিযোগ করেছেন আবু বকর।
আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের মোতালেব আকনের ছেলে বর আবু বকর। রিগাল ফার্নিচারের সুপার ভাইজার হিসেবে কাজ করেন তিনি।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন আবু বকর। ওই সময় আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালান। পরে তাঁরা নববধূর পরিহিত দুই ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যান। এতে বাধা দিলে নববধূর শ্বশুর মোতালেব আকন (৬০), ভগ্নিপতি ইউসুফ আকন (৪৬), ননদ রিপা আক্তার (২৫), জুলেখা আক্তারকে (৩৬) পিটিয়ে জখম করা হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আজ শনিবার আমতলী থানায় বর আবু বকর বাদী হয়ে আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
আবু বকর বলেন, ‘নববধূকে নিয়ে বাড়িতে এসে মেহমানদের নাশতা করাচ্ছিলাম। এমন মুহূর্তে আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী এসে আমার বাড়িতে হামলা চালায়। পরে আমার নববধূর শরীরে পরিহিত দুই ভরি গয়না ছিনতাই করে নিয়ে যায়। এতে বাধা দিলে সন্ত্রাসীরা আমার বাবা, দুই বোন ও ভগ্নিপতিকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে কদম আলী মাদবর বলেন, ‘আবু বকর আমার ভাগনে। তার বিয়েতে আমার অপর তিন ভাগনে গ্রুপকে দাওয়াত দেয়নি। এ বিষয়ে জানতে শুক্রবার রাতে বশির ফকির ও সবুজ হাওলাদার খালাতো ভাই আবু বকর আকনের বাড়িতে যায়। ওই সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি এবং ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু নববধূর গয়না ছিনতাইয়ের ঘটনা মিথ্যা।’
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে