আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় একটি মাদ্রাসার কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম মাহিকে পানিভর্তি বোতল দিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে আমতলী উপজেলার দারুল আরকাম মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ওই মাদ্রাসাছাত্রকে স্বজনেরা উদ্ধার করে আজ মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মাদ্রাসাছাত্র মাহির বাড়ী উপজেলার বৈঠাকাটা গ্রামে। তার বাবার নাম শহীদুল ইসলাম।
জানা গেছে, ২০১৯ সালে হাফেজ আবু আক্কাস হেলালী আমতলী পৌর শহরের সাকিব প্লাজার তৃতীয় তলায় দারুল আরকাম মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর তিনি মাদ্রাসার অধ্যক্ষ হন ও শুরু থেকেই ছাত্রদের কারণে-অকারণে নির্যাতন করে আসছেন। সোমবার রাতে ওই মাদ্রাসার হেফজ বিভাগের মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম মাহিকে কক্ষ পরিস্কার করতে বলেন শিক্ষক আবু আক্কাস হেলালী। এ কক্ষ পরিস্কার করতে দেরি হয় মাদ্রাসাছাত্র মাহির। এতে ক্ষিপ্ত হয়ে কোকা-কোলার পানিভর্তি বোতল দিয়ে মাহিকে হাফেজ হেলালী বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়ে মাহি।
আজ মঙ্গলবার সকালে ওই মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে মাহির মা মাসুমা বেগম বিষয়টি জানতে পারেন। পরে ছেলেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাফেজ হেলালীর মারধরে মাহির মাথা, হাত ও পিঠে গুরুতর জখম হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই মাদ্রাসাছাত্রকে হাসপাতালে দেখে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন মাদ্রাসাছাত্র বলেন, ‘শিক্ষক আবু আক্কাস হেলালী প্রায়ই মাদ্রাসার ছাত্রদের কারণে-অকারণে লোহার রড়, পানিভর্তি বোতল ও চাবি দিয়ে মারধর করেন। কিন্তু আমরা ভয়ে প্রকাশ করার সাহস পাইনি।’ তাঁরা আরো বলেন, ‘মাহিকে আমাদের সামনেই মারধর করেছে।’
মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম মাহি অভিযোগ করে বলেন, ‘হেলালী হুজুর আমাকে কক্ষ পরিস্কার করতে বলেন। এতে দেরি হওয়ায় আমাকে কোকা কোলার পানিভর্তি বোতল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি চিকিৎসার কথা বললে হুজুর চিকিৎসা করায়নি, উল্টো মাদ্রাসায় আটকে রেখেছেন। আমি এ ঘটনার বিচার চাই।’
মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম মাহির মা মাসুমা আক্তার বলেন, ‘শিক্ষক আবু আক্কাস হেলালী গত রমজান মাসে আমার ছেলেকে অহেতুক বেধড়ক মারধর করেছে। কিন্তু ছেলে আমাকে বলেনি। গত সোমবার রাতে আবারো পানিভর্তি বোতল দিয়ে বেধড়ক পিটিয়েছে। আমি এ ঘটনার ওই শিক্ষকের শাস্তি দাবি করছি।’
অভিযুক্ত শিক্ষক আবু আক্কাস হেলালী মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘মাহির মা এসে তার ছেলেকে নিয়ে গেছেন।’ কেন নিয়ে গেছেন—সেই প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি কল কেটে দেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, ওই মাদ্রাসাছাত্রের পিঠে, হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনায় একটি মাদ্রাসার কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম মাহিকে পানিভর্তি বোতল দিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে আমতলী উপজেলার দারুল আরকাম মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ওই মাদ্রাসাছাত্রকে স্বজনেরা উদ্ধার করে আজ মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মাদ্রাসাছাত্র মাহির বাড়ী উপজেলার বৈঠাকাটা গ্রামে। তার বাবার নাম শহীদুল ইসলাম।
জানা গেছে, ২০১৯ সালে হাফেজ আবু আক্কাস হেলালী আমতলী পৌর শহরের সাকিব প্লাজার তৃতীয় তলায় দারুল আরকাম মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর তিনি মাদ্রাসার অধ্যক্ষ হন ও শুরু থেকেই ছাত্রদের কারণে-অকারণে নির্যাতন করে আসছেন। সোমবার রাতে ওই মাদ্রাসার হেফজ বিভাগের মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম মাহিকে কক্ষ পরিস্কার করতে বলেন শিক্ষক আবু আক্কাস হেলালী। এ কক্ষ পরিস্কার করতে দেরি হয় মাদ্রাসাছাত্র মাহির। এতে ক্ষিপ্ত হয়ে কোকা-কোলার পানিভর্তি বোতল দিয়ে মাহিকে হাফেজ হেলালী বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়ে মাহি।
আজ মঙ্গলবার সকালে ওই মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে মাহির মা মাসুমা বেগম বিষয়টি জানতে পারেন। পরে ছেলেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাফেজ হেলালীর মারধরে মাহির মাথা, হাত ও পিঠে গুরুতর জখম হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই মাদ্রাসাছাত্রকে হাসপাতালে দেখে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন মাদ্রাসাছাত্র বলেন, ‘শিক্ষক আবু আক্কাস হেলালী প্রায়ই মাদ্রাসার ছাত্রদের কারণে-অকারণে লোহার রড়, পানিভর্তি বোতল ও চাবি দিয়ে মারধর করেন। কিন্তু আমরা ভয়ে প্রকাশ করার সাহস পাইনি।’ তাঁরা আরো বলেন, ‘মাহিকে আমাদের সামনেই মারধর করেছে।’
মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম মাহি অভিযোগ করে বলেন, ‘হেলালী হুজুর আমাকে কক্ষ পরিস্কার করতে বলেন। এতে দেরি হওয়ায় আমাকে কোকা কোলার পানিভর্তি বোতল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি চিকিৎসার কথা বললে হুজুর চিকিৎসা করায়নি, উল্টো মাদ্রাসায় আটকে রেখেছেন। আমি এ ঘটনার বিচার চাই।’
মাদ্রাসাছাত্র আরিফুল ইসলাম মাহির মা মাসুমা আক্তার বলেন, ‘শিক্ষক আবু আক্কাস হেলালী গত রমজান মাসে আমার ছেলেকে অহেতুক বেধড়ক মারধর করেছে। কিন্তু ছেলে আমাকে বলেনি। গত সোমবার রাতে আবারো পানিভর্তি বোতল দিয়ে বেধড়ক পিটিয়েছে। আমি এ ঘটনার ওই শিক্ষকের শাস্তি দাবি করছি।’
অভিযুক্ত শিক্ষক আবু আক্কাস হেলালী মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘মাহির মা এসে তার ছেলেকে নিয়ে গেছেন।’ কেন নিয়ে গেছেন—সেই প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি কল কেটে দেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, ওই মাদ্রাসাছাত্রের পিঠে, হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
৬ মিনিট আগে
প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে পরিবেশ-প্রতিবেশ ও বাস্তুসংস্থান সংরক্ষণে অভিযান চালানো হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বীপের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও সৈকতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের
৯ মিনিট আগে
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার উচ্চ আদালতের স্থগিতাদেশের পর এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশ।
১৩ মিনিট আগে
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী নেতা হাজি আমিন উর রশিদ ইয়াছিন। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের কথা
২৫ মিনিট আগে