পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি

হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছেন মালিক। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যিনি প্রাণীটির সন্ধান দিতে পারবেন, তাঁকে পুরস্কৃত করা হবে।
বরগুনার পাথরঘাটা শহরের গুরুত্বপূর্ণ স্থানে এমন পোস্টার সাঁটিয়েছেন বিড়ালের মালিক তানিয়া আক্তার। তিনি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পোস্টারে লেখা রয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পাথরঘাটা বাজার (গোলচত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গেছে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সন্ধান দিতে পারলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিড়ালটির বিবরণ হিসেবে গায়ের ‘মাটি মাটি শেওলা’ রং ও গলায় একটি ঘণ্টা বাঁধা রয়েছে বলে উল্লেখ করা হয়।
তানিয়া জানান, তাঁর শখের বিড়ালটি এক মাস আগে হারিয়ে যায়। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও পাননি। শেষে দুই দিন আগে শহরে পোস্টার সাঁটিয়ে ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাথরঘাটার বিভিন্ন গ্রুপে বিড়ালটির সন্ধান চেয়ে পোস্ট করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, বিড়ালটিকে সম্প্রতি পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাইম হাওলাদার। তিনি আজকের পত্রিকাকে জানান, গলায় ঘণ্টা দেওয়া একটি বিড়ালকে তাঁদের অপেক্ষাগারে ঘুরতে দেখেছেন।

খবর পেয়ে প্রতিদিন কয়েকবার সেখানে এসে বিড়ালটিকে খুঁজছেন তানিয়া। তাঁর বাবা মঞ্জুরুল ইসলাম জানান, তানিয়া ছয় মাস ধরে বিড়ালটিকে পুষছিলেন। বিড়ালটি হারিয়ে তিনি কয়েক দিন খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রাণীটি হারানোর এক মাস হলেও এখনো ফিরে পাওয়ার আশায় রয়েছেন তানিয়া।

হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছেন মালিক। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যিনি প্রাণীটির সন্ধান দিতে পারবেন, তাঁকে পুরস্কৃত করা হবে।
বরগুনার পাথরঘাটা শহরের গুরুত্বপূর্ণ স্থানে এমন পোস্টার সাঁটিয়েছেন বিড়ালের মালিক তানিয়া আক্তার। তিনি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পোস্টারে লেখা রয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পাথরঘাটা বাজার (গোলচত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গেছে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সন্ধান দিতে পারলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিড়ালটির বিবরণ হিসেবে গায়ের ‘মাটি মাটি শেওলা’ রং ও গলায় একটি ঘণ্টা বাঁধা রয়েছে বলে উল্লেখ করা হয়।
তানিয়া জানান, তাঁর শখের বিড়ালটি এক মাস আগে হারিয়ে যায়। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও পাননি। শেষে দুই দিন আগে শহরে পোস্টার সাঁটিয়ে ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাথরঘাটার বিভিন্ন গ্রুপে বিড়ালটির সন্ধান চেয়ে পোস্ট করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, বিড়ালটিকে সম্প্রতি পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাইম হাওলাদার। তিনি আজকের পত্রিকাকে জানান, গলায় ঘণ্টা দেওয়া একটি বিড়ালকে তাঁদের অপেক্ষাগারে ঘুরতে দেখেছেন।

খবর পেয়ে প্রতিদিন কয়েকবার সেখানে এসে বিড়ালটিকে খুঁজছেন তানিয়া। তাঁর বাবা মঞ্জুরুল ইসলাম জানান, তানিয়া ছয় মাস ধরে বিড়ালটিকে পুষছিলেন। বিড়ালটি হারিয়ে তিনি কয়েক দিন খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রাণীটি হারানোর এক মাস হলেও এখনো ফিরে পাওয়ার আশায় রয়েছেন তানিয়া।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১০ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩২ মিনিট আগে