বরগুনা প্রতিনিধি

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে। চলতি বছরের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০২ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে গত ২৩-২৪ জুন সময়ে সর্বোচ্চ ৯৩ জন আক্রান্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৭৬ জন, পাথরঘাটায় ১২ জন, তালতলীতে সাতজন এবং বামনায় সাতজন রোগী ভর্তি হয়েছে।
সরকারি হিসাবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ছয়জন। তবে বেসরকারি উৎস থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চলতি বছর জেলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন স্থানীয় সরকারি হাসপাতালে, বাকিরা ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলাজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। বরগুনা জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, সিঁড়ি, ব্যালকনি, রিসেপশন কক্ষসহ যেখানেই একটু জায়গা মিলছে, সেখানেই মেঝেতে বিছানা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ‘পৌর এলাকায় কিছুটা মশক নিধন কার্যক্রম থাকলেও গ্রামাঞ্চলে কোনো উদ্যোগ নেই। ইউনিয়ন পরিষদগুলো এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা শেষে ডেঙ্গু মহামারিতে রূপ নিতে পারে।’
বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, রোগীর সংখ্যা তত বাড়ছে। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে চিকিৎসাসেবা ভেঙে পড়বে। সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে এবং মশক নিধনে যৌথ উদ্যোগ নিতে হবে।’

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে। চলতি বছরের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০২ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে গত ২৩-২৪ জুন সময়ে সর্বোচ্চ ৯৩ জন আক্রান্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৭৬ জন, পাথরঘাটায় ১২ জন, তালতলীতে সাতজন এবং বামনায় সাতজন রোগী ভর্তি হয়েছে।
সরকারি হিসাবে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ছয়জন। তবে বেসরকারি উৎস থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চলতি বছর জেলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন স্থানীয় সরকারি হাসপাতালে, বাকিরা ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলাজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। বরগুনা জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, সিঁড়ি, ব্যালকনি, রিসেপশন কক্ষসহ যেখানেই একটু জায়গা মিলছে, সেখানেই মেঝেতে বিছানা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ‘পৌর এলাকায় কিছুটা মশক নিধন কার্যক্রম থাকলেও গ্রামাঞ্চলে কোনো উদ্যোগ নেই। ইউনিয়ন পরিষদগুলো এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা শেষে ডেঙ্গু মহামারিতে রূপ নিতে পারে।’
বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, রোগীর সংখ্যা তত বাড়ছে। পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে চিকিৎসাসেবা ভেঙে পড়বে। সবাইকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে এবং মশক নিধনে যৌথ উদ্যোগ নিতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
১ ঘণ্টা আগে