বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মিফতা উদ্দিন মাহি (১৯) ও উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা ও রিসোর্টের মালিক হাসান মাহমুদ (২৩)। আর ভুক্তভোগী সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার শিলেরতুয়া মুইংতং রিসোর্টের মালিক হাসান মাহমুদকে মোবাইল ফোনে রুম বুকিং দেন মাহি নামের এক যুবক। পরদিন দুপুরে ওই যুবক কলেজছাত্রীকে মুইংতং রিসোর্টের একটি জুম ঘরে নিয়ে যান। পরে রিসোর্টমালিকের সহযোগিতায় কিছু যুবক ওই কলেজছাত্রীকে জুম ঘরে আটকে রেখে মারধরসহ স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং জড়িত দুই যুবককে আটক করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মাহি, হাসান মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে লামা থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।
ভুক্তভোগীর মা বলেন, ‘গতকাল দুপুরের দিকে মেয়ে কলেজে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে মেয়ের মোবাইল ফোন থেকে একটা কল আসে, তখন ফোনে এক যুবক বলেন, ‘আপনার মেয়ে অসামাজিক কাজের কারণে আমাদের কাছে আটক রয়েছে, তাকে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে’, তখন কোনো উপায় না পেয়ে ঘটনাটি লামা থানাকে অবগত করি, তারা আমার মেয়েকে উদ্ধার করে।’
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, কলেজছাত্রীকে অপহরণের পর টাকা দাবির ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বান্দরবানের লামায় কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মিফতা উদ্দিন মাহি (১৯) ও উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা ও রিসোর্টের মালিক হাসান মাহমুদ (২৩)। আর ভুক্তভোগী সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার শিলেরতুয়া মুইংতং রিসোর্টের মালিক হাসান মাহমুদকে মোবাইল ফোনে রুম বুকিং দেন মাহি নামের এক যুবক। পরদিন দুপুরে ওই যুবক কলেজছাত্রীকে মুইংতং রিসোর্টের একটি জুম ঘরে নিয়ে যান। পরে রিসোর্টমালিকের সহযোগিতায় কিছু যুবক ওই কলেজছাত্রীকে জুম ঘরে আটকে রেখে মারধরসহ স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং জড়িত দুই যুবককে আটক করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার মাহি, হাসান মাহমুদসহ পাঁচজনের বিরুদ্ধে লামা থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।
ভুক্তভোগীর মা বলেন, ‘গতকাল দুপুরের দিকে মেয়ে কলেজে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে মেয়ের মোবাইল ফোন থেকে একটা কল আসে, তখন ফোনে এক যুবক বলেন, ‘আপনার মেয়ে অসামাজিক কাজের কারণে আমাদের কাছে আটক রয়েছে, তাকে নিতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে’, তখন কোনো উপায় না পেয়ে ঘটনাটি লামা থানাকে অবগত করি, তারা আমার মেয়েকে উদ্ধার করে।’
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, কলেজছাত্রীকে অপহরণের পর টাকা দাবির ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২১ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে