বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে ভ্রমণে এসে নারী পর্যটকসহ দুজন নিহত ও একজন নিখোঁজের ঘটনায় করা মামলায় অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের মামলার পর আজ শনিবার বর্ষাকে গ্রেপ্তার করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা জহির উদ্দিন জানান, পর্যটক নিহত ও নিখোঁজের অভিযোগ পাওয়ার পর বর্ষা ইসলামকে সকালে থানা হেফাজতে নেওয়া হয়। এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এ ঘটনায় সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বর্ষাকে আদালতে হাজির করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, বর্ষা ইসলাম তাঁর ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তাঁর ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। ১৩ জুন খাল থেকে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা) নিয়ে ৩৩ জনের ট্যুরের আয়োজন করেন। তিনি পর্যটকদের আবহাওয়া সম্পর্কে জানাননি। ৯ জুন তাঁরা দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে রওনা হন। ১০ জুন বর্ষা ১২ জন ও গাইডকে নিয়ে খেমচংপাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশে যান। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই তাঁরা ভ্রমণে বের হন।
মামলায় অভিযোগ করা হয়, ১১ জুন বিকেলে শামুক ঝরনা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। ১২ জুন উপজেলার মাতামুহুরি খাল থেকে পোশাকবিহীন শেখ জুবাইরুলের ও ১৩ জুন সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়। মো. হাসান চৌধুরী শুভর সন্ধান মেলেনি। শেখ জুবাইরুলের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের ও স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাসিন্দা।
বাদী হাবিবুর রহমানের অভিযোগ, ‘বর্ষা ইসলামের দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।’
এই বিষয়ে আলীকদম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি মিন্টু কর্মকার আজকের পত্রিকাকে বলেন, বাম দৌছড়ি এলাকা থেকে ফেরার সময় তিনজন পর্যটক নিখোঁজ হন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার হলেও হাসানের সন্ধান মেলেনি।

বান্দরবানের আলীকদমে ভ্রমণে এসে নারী পর্যটকসহ দুজন নিহত ও একজন নিখোঁজের ঘটনায় করা মামলায় অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের মামলার পর আজ শনিবার বর্ষাকে গ্রেপ্তার করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা জহির উদ্দিন জানান, পর্যটক নিহত ও নিখোঁজের অভিযোগ পাওয়ার পর বর্ষা ইসলামকে সকালে থানা হেফাজতে নেওয়া হয়। এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এ ঘটনায় সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বর্ষাকে আদালতে হাজির করা হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, বর্ষা ইসলাম তাঁর ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তাঁর ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। ১৩ জুন খাল থেকে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা) নিয়ে ৩৩ জনের ট্যুরের আয়োজন করেন। তিনি পর্যটকদের আবহাওয়া সম্পর্কে জানাননি। ৯ জুন তাঁরা দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে রওনা হন। ১০ জুন বর্ষা ১২ জন ও গাইডকে নিয়ে খেমচংপাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশে যান। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই তাঁরা ভ্রমণে বের হন।
মামলায় অভিযোগ করা হয়, ১১ জুন বিকেলে শামুক ঝরনা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ ও শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। ১২ জুন উপজেলার মাতামুহুরি খাল থেকে পোশাকবিহীন শেখ জুবাইরুলের ও ১৩ জুন সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়। মো. হাসান চৌধুরী শুভর সন্ধান মেলেনি। শেখ জুবাইরুলের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের ও স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাসিন্দা।
বাদী হাবিবুর রহমানের অভিযোগ, ‘বর্ষা ইসলামের দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।’
এই বিষয়ে আলীকদম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি মিন্টু কর্মকার আজকের পত্রিকাকে বলেন, বাম দৌছড়ি এলাকা থেকে ফেরার সময় তিনজন পর্যটক নিখোঁজ হন। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার হলেও হাসানের সন্ধান মেলেনি।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১০ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে