নাইক্ষ্যংছড়ি (বান্দরবার) প্রতিনিধি

মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হয়েছে। ৫০২ জন পরীক্ষীর্থী কেন্দ্রেটিতে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সম্প্রতি সীমান্তের কাছাকাছি গোলাগুলির আতঙ্কে অভিভাবকদের আবেদনে ৫ কিলোমিটার দূরে নিরাপদে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
গত সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। বিদ্যালয় দুটি হলো–১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। যেখানে ৫০২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
তিনি আরও বলেন, ‘এখানে তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় গুলোহলো–ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়।
এদিকে ১১ দিন পর মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির ৩৩০ সদস্যকে ফেরত নিচ্ছে সে দেশের সরকার। আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর সুরক্ষিত জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে সীমান্তের ওপারে জান্তা সরকার ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে চৌকি দখল-বেদখল নিয়ে সংঘর্ষে ৩৩০ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাংলাদেশে পালিয়ে আসে। যাদের এ দেশের তুমব্রু, ঘুমধুম ও হোয়াইকং এ আশ্রয় দেওয়া হয়।
পরে দু’দেশের সরকারের চিঠি চালাচালির পর অবশেষে বৃহস্পতিবার সকালে নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে বিজিবির নিজস্ব পরিবহনে করে কক্সবাজারের ইনানী ঘাটে দিয়ে মিয়ানমারের জাহাজে করে নিয়ে যাবে সেদেশের নৌ-বাহিনী।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘৩৩০ মিয়ানমার বিজিপিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে মিয়ানমারের পাঠানো হচ্ছে নৌ-পথে। সকাল ৮টা বা সাড়ে ৮টায় তারা ইনানী ঘাট ছেড়ে মিয়ানমারে রওনা দেবে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত। তবুও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সদস্য বৃদ্ধিসহ টহলও বাড়ানো হয়েছে।’

মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্র অন্যত্র সরানো হয়েছে। ৫০২ জন পরীক্ষীর্থী কেন্দ্রেটিতে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সম্প্রতি সীমান্তের কাছাকাছি গোলাগুলির আতঙ্কে অভিভাবকদের আবেদনে ৫ কিলোমিটার দূরে নিরাপদে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
গত সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। বিদ্যালয় দুটি হলো–১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি একই ইউনিয়নের উত্তর ঘুমধুমে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত কর হয়। যেখানে ৫০২ জন পরীক্ষার্থী অংশ নেবে।
তিনি আরও বলেন, ‘এখানে তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় গুলোহলো–ঘুমধুম উচ্চ বিদ্যালয়, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ও কুতুপালং উচ্চ বিদ্যালয়।
এদিকে ১১ দিন পর মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির ৩৩০ সদস্যকে ফেরত নিচ্ছে সে দেশের সরকার। আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে নৌবাহিনীর সুরক্ষিত জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে সীমান্তের ওপারে জান্তা সরকার ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে চৌকি দখল-বেদখল নিয়ে সংঘর্ষে ৩৩০ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাংলাদেশে পালিয়ে আসে। যাদের এ দেশের তুমব্রু, ঘুমধুম ও হোয়াইকং এ আশ্রয় দেওয়া হয়।
পরে দু’দেশের সরকারের চিঠি চালাচালির পর অবশেষে বৃহস্পতিবার সকালে নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে বিজিবির নিজস্ব পরিবহনে করে কক্সবাজারের ইনানী ঘাটে দিয়ে মিয়ানমারের জাহাজে করে নিয়ে যাবে সেদেশের নৌ-বাহিনী।
এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী আজকের পত্রিকাকে বলেন, ‘৩৩০ মিয়ানমার বিজিপিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের ইনানী ঘাট দিয়ে মিয়ানমারের পাঠানো হচ্ছে নৌ-পথে। সকাল ৮টা বা সাড়ে ৮টায় তারা ইনানী ঘাট ছেড়ে মিয়ানমারে রওনা দেবে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পরিস্থিতি শান্ত। তবুও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সদস্য বৃদ্ধিসহ টহলও বাড়ানো হয়েছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে