নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হঠাৎ করে সর্দি-কাশি-জ্বর, ডায়রিয়া ও আমাশয়ে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। এর মধ্যে শিশুরা সংখ্যায় বেশি। সর্দি-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এদিকে হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে তিন গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স। ঋতু পরিবর্তনের কারণে প্রতিবছর এ রোগের বিস্তার দেখা গেলেও এবার তার প্রাদুর্ভাব কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
কাগজে-কলমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০। তবে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে আগের ৩১ শয্যার সেবা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে সব শয্যায় ভর্তি রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পরিদর্শক পল্লব বড়ুয়া বলেন, ‘উপজেলার ১৭ মৌজার প্রতিটি ঘরে বর্তমানে জ্বর-সর্দির রোগী আছে। প্রতিটি স্বাস্থ্য সহকারী এখন মাঠে কাজ করছেন, যা আগের তুলনায় দুই গুণ। তাঁরা রোগীর কাছে গিয়ে চিকিৎসা দিচ্ছেন।’
পল্লব বড়ুয়া জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ইউনিয়ন পর্যায়ের রোগীরা সেখানে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।
বাঁকখালী মৌজার বাসিন্দা খুরশেদ আলম জানান, তাঁর পরিবারের পাঁচ সদস্যের সবাই সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত। কিন্তু টাকা না থাকায় তাঁর মা-বাবাকে কোথাও নিতে পারছেন না। তাঁর এলাকায় সারা বছরে কোনো সরকারি লোকজন দেখেন না, স্বাস্থ্য সহকারী কখনো দেখেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রতি জনপদে জ্বর-সর্দি ছড়িয়ে পড়ছে। আবহাওয়া বা ঋতু পরিবর্তনজনিত কারণে প্রতিবছর এসব রোগের বিস্তার ঘটে। তবে এবারের প্রাদুর্ভাব অন্য বছরের তুলনায় অনেক বেশি।
বাইশারী মধ্যম চাকপাড়ার থোয়াইলং চাক বলেন, ঋতু পরিবর্তনের এই সময় প্রতিবছর এসব অসুখ হয় তাঁদের। বর্তমানে তাঁর পরিবারে সবাই জ্বর, সর্দি ও কাশি নিয়ে কষ্ট পাচ্ছেন। তবে স্থানীয় কমিউনিটি ক্লিনিক থেকে তাঁরা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এখন অনেকে সুস্থ হয়ে উঠছেন।
সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ার বাসিন্দা ক্যানু মারমা বলেন, শুধু জ্বর নয়, তাঁর বাড়িতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছেন দুজন। বাকিরাও জ্বরে আক্রান্ত। হাসপাতালে ভর্তি থাকা তিন বছরের রেহেনা ইয়াসমিনের মা হাসিনা বেগম বলেন, তিন দিন হাসপাতালে ভর্তি থেকেও কাশি, জ্বর, সর্দি কমছে না। ডাক্তার বলেছেন, ভালো হতে আরও দু-এক দিন লাগতে পারে। হাসপাতালের অন্যান্য রোগীর অভিভাবকেরা প্রায় একই কথা বলেন।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. এ জেড এম ছলিম বলেন, পাহাড়ের প্রতিটি ঘরে জ্বর-কাশি-সর্দি। তা মহামারি আকার ধারণ করেছে। এর সঙ্গে ডায়রিয়া-আমাশয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। ঠিকভাবে চিকিৎসা না পেলে অনেক ডায়রিয়া রোগী মারা যেতে পারে। এদিক দিয়ে নাইক্ষ্যংছড়িতে এখনো তেমন কোনো সমস্যা হয়নি। এ পর্যন্ত কেউ মারাও যায়নি।
আক্ষেপ করে ডা. ছলিম জানান, সেবা দিতে গিয়ে নিজেও জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে তিনি শয্যায় আছেন। দুই দিন ধরে নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না। কিন্তু মোবাইলে সব খোঁজখবর নিচ্ছেন তিনি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হঠাৎ করে সর্দি-কাশি-জ্বর, ডায়রিয়া ও আমাশয়ে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। এর মধ্যে শিশুরা সংখ্যায় বেশি। সর্দি-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এদিকে হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে তিন গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স। ঋতু পরিবর্তনের কারণে প্রতিবছর এ রোগের বিস্তার দেখা গেলেও এবার তার প্রাদুর্ভাব কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
কাগজে-কলমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০। তবে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে আগের ৩১ শয্যার সেবা দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে সব শয্যায় ভর্তি রোগীকে চিকিৎসা নিতে দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পরিদর্শক পল্লব বড়ুয়া বলেন, ‘উপজেলার ১৭ মৌজার প্রতিটি ঘরে বর্তমানে জ্বর-সর্দির রোগী আছে। প্রতিটি স্বাস্থ্য সহকারী এখন মাঠে কাজ করছেন, যা আগের তুলনায় দুই গুণ। তাঁরা রোগীর কাছে গিয়ে চিকিৎসা দিচ্ছেন।’
পল্লব বড়ুয়া জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ইউনিয়ন পর্যায়ের রোগীরা সেখানে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।
বাঁকখালী মৌজার বাসিন্দা খুরশেদ আলম জানান, তাঁর পরিবারের পাঁচ সদস্যের সবাই সর্দি-জ্বর-কাশিতে আক্রান্ত। কিন্তু টাকা না থাকায় তাঁর মা-বাবাকে কোথাও নিতে পারছেন না। তাঁর এলাকায় সারা বছরে কোনো সরকারি লোকজন দেখেন না, স্বাস্থ্য সহকারী কখনো দেখেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রতি জনপদে জ্বর-সর্দি ছড়িয়ে পড়ছে। আবহাওয়া বা ঋতু পরিবর্তনজনিত কারণে প্রতিবছর এসব রোগের বিস্তার ঘটে। তবে এবারের প্রাদুর্ভাব অন্য বছরের তুলনায় অনেক বেশি।
বাইশারী মধ্যম চাকপাড়ার থোয়াইলং চাক বলেন, ঋতু পরিবর্তনের এই সময় প্রতিবছর এসব অসুখ হয় তাঁদের। বর্তমানে তাঁর পরিবারে সবাই জ্বর, সর্দি ও কাশি নিয়ে কষ্ট পাচ্ছেন। তবে স্থানীয় কমিউনিটি ক্লিনিক থেকে তাঁরা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এখন অনেকে সুস্থ হয়ে উঠছেন।
সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ার বাসিন্দা ক্যানু মারমা বলেন, শুধু জ্বর নয়, তাঁর বাড়িতে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছেন দুজন। বাকিরাও জ্বরে আক্রান্ত। হাসপাতালে ভর্তি থাকা তিন বছরের রেহেনা ইয়াসমিনের মা হাসিনা বেগম বলেন, তিন দিন হাসপাতালে ভর্তি থেকেও কাশি, জ্বর, সর্দি কমছে না। ডাক্তার বলেছেন, ভালো হতে আরও দু-এক দিন লাগতে পারে। হাসপাতালের অন্যান্য রোগীর অভিভাবকেরা প্রায় একই কথা বলেন।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. এ জেড এম ছলিম বলেন, পাহাড়ের প্রতিটি ঘরে জ্বর-কাশি-সর্দি। তা মহামারি আকার ধারণ করেছে। এর সঙ্গে ডায়রিয়া-আমাশয়ে আক্রান্ত হচ্ছে মানুষ। ঠিকভাবে চিকিৎসা না পেলে অনেক ডায়রিয়া রোগী মারা যেতে পারে। এদিক দিয়ে নাইক্ষ্যংছড়িতে এখনো তেমন কোনো সমস্যা হয়নি। এ পর্যন্ত কেউ মারাও যায়নি।
আক্ষেপ করে ডা. ছলিম জানান, সেবা দিতে গিয়ে নিজেও জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে তিনি শয্যায় আছেন। দুই দিন ধরে নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না। কিন্তু মোবাইলে সব খোঁজখবর নিচ্ছেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে