Ajker Patrika

বাগেরহাটে ১০ মণের শাপলাপাতা মাছ, বিক্রি ৪৮ হাজার টাকায়

প্রতিনিধি, বাগেরহাট
আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২৩: ২০
বাগেরহাটে ১০ মণের শাপলাপাতা মাছ, বিক্রি ৪৮ হাজার টাকায়

বাগেরহাটে ১০ মণ ওজনের এক বিশালাকৃতির স্টিং রে মাছ পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটিকে বলে ‘শাপলাপাতা’ মাছ। আজ মঙ্গলবার সকালে জেলেরা বাগেরহাট শহরের কেবি বাজারে মাছটি নিয়ে আসেন। বিশালাকৃতির মাছটি দেখতে অনেকেই ভিড় জমান। পাঁচ দিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশালাকৃতির এই মাছ ধরা পড়ে।

কেবি বাজারে অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়েছে। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি কিনেছেন। বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে পরে বিক্রি হয়েছে।

মাজার মোড় সংলগ্ন বাজারে আসা কেরামত আলী বলেন, মাইকে ১০ মণ ওজনের মাছ বিক্রির কথা শুনলাম। বাজারে এসে দুই কেজি কিনলাম। পুরো মাছ দেখতে পারিনি। 

অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে আমার আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এত বড় মাছ খুব কম পাওয়া যায়। 

মাছ ব্যবসায়ী জাকির বলেন, ‘শাপলাপাতা’ মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণের মাছ প্রায়ই পাওয়া যায়। সেগুলো খুচরা বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি যেহেতু অনেক বড়, তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। 

কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, মাঝে মাঝে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। সকালে বিক্রি হওয়া ‘শাপলাপাতা’ মাছটির ওজন অন্তত ১০ মণ ওজনের। এর আগেও ২৭ কেজি ওজনের একটি কৈয়া ভোল মাছ (পোয়া) কেবি বাজারে নিয়ে এসেছিলেন জেলেরা। দেড় লক্ষাধিক টাকায় মাছটি বিক্রি হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত