বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মহাসড়কের পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। আজ বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের সম্পত্তি ও আইন কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সওজ অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে টোল প্লাজার দক্ষিণ পাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চালানো হবে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দুই দিনে বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হবে।
আশরাফুল ইসলাম বলেন, ‘সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে টংঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করব। আজকে সারা দিনে দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি। আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চলবে।’
পিযুষ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এরপরও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারেন, সে জন্য তদারকি করা হবে।

বাগেরহাটে মহাসড়কের পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। আজ বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের সম্পত্তি ও আইন কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সওজ অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে টোল প্লাজার দক্ষিণ পাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চালানো হবে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দুই দিনে বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হবে।
আশরাফুল ইসলাম বলেন, ‘সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে টংঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করব। আজকে সারা দিনে দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি। আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চলবে।’
পিযুষ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এরপরও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারেন, সে জন্য তদারকি করা হবে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৯ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২২ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে