বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মহাসড়কের পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। আজ বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের সম্পত্তি ও আইন কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সওজ অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে টোল প্লাজার দক্ষিণ পাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চালানো হবে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দুই দিনে বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হবে।
আশরাফুল ইসলাম বলেন, ‘সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে টংঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করব। আজকে সারা দিনে দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি। আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চলবে।’
পিযুষ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এরপরও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারেন, সে জন্য তদারকি করা হবে।

বাগেরহাটে মহাসড়কের পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। আজ বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের সম্পত্তি ও আইন কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সওজ অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে টোল প্লাজার দক্ষিণ পাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চালানো হবে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দুই দিনে বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হবে।
আশরাফুল ইসলাম বলেন, ‘সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে টংঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করব। আজকে সারা দিনে দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি। আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চলবে।’
পিযুষ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এরপরও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারেন, সে জন্য তদারকি করা হবে।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৬ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৩৮ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে