বাগেরহাট প্রতিনিধি

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার পরও দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করবে না।’
আজ বুধবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।
কর্মিসভায় বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার বাগেরহাটে কোনো উন্নয়ন করেনি। সারা দেশের মতো বাগেরহাটকেও লুটেপুটে খেয়েছে। বাগেরহাটকে তারা জিম্মি করে রেখেছিল। এখানকার মানুষ কথা বলতে পারেনি। এখন কোথায় সেই স্বৈরাচারী হাসিনার ভাই শেখ হেলাল, শেখ তন্ময় ও তাদের দোসররা। জনগণের ভয়ে পালিয়েছে তারা। আর কখনো এ দেশে আসতে পারবে না, স্বৈরাচারের দোসররা। এই আনন্দে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে, আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে সহযোগিতা করে যেতে হবে। তবে সরকার যদি তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাহলে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।’
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসানের সভাপতিত্বে যৌথ কর্মিসভায় আরও বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শফিউদ্দিন শফি, যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইতিহাস টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু প্রমুখ।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার পরও দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সে কারণে দলটির আয়নাস্বরূপ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করবে না।’
আজ বুধবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।
কর্মিসভায় বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার বাগেরহাটে কোনো উন্নয়ন করেনি। সারা দেশের মতো বাগেরহাটকেও লুটেপুটে খেয়েছে। বাগেরহাটকে তারা জিম্মি করে রেখেছিল। এখানকার মানুষ কথা বলতে পারেনি। এখন কোথায় সেই স্বৈরাচারী হাসিনার ভাই শেখ হেলাল, শেখ তন্ময় ও তাদের দোসররা। জনগণের ভয়ে পালিয়েছে তারা। আর কখনো এ দেশে আসতে পারবে না, স্বৈরাচারের দোসররা। এই আনন্দে কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে, আগামী নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে সহযোগিতা করে যেতে হবে। তবে সরকার যদি তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাহলে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।’
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমূল হাসানের সভাপতিত্বে যৌথ কর্মিসভায় আরও বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শফিউদ্দিন শফি, যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইতিহাস টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে