Ajker Patrika

জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে ট্রলারডুবি, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৪, ১৬: ০৫
জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে ট্রলারডুবি, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বাগেরহাটের মোংলায় জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ স্থান থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে দঁড়ি পেঁচিয়ে জেলে মহিদুলের ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হন। কিন্তু মুহিদুল শেখ আর পারে উঠতে পারেননি। 

নিহত মুহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে। 

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, সকালে মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে লাশ ভেসে উঠে। নিহতের ভাই মহিদুলের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত