Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাইল ছবি
ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ওই নবীন শিক্ষার্থীকে রাতভর অপমান, ঠাট্টা আর ভয় দেখিয়েছেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও বিভাগীয় প্রধানের কাছে পৃথক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অদূরে টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদার।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন নাফিজ ফারদিন আকন্দ স্বপ্নীল, মোহাম্মদ শামীম উদ্দিন, ইমন মাহমুদ, নেহাল আহমেদ ও মিরাজ। তাঁরা একই বিভাগের ১০তম ব্যাচের শিক্ষার্থী।

লিখিত অভিযোগের তথ্যমতে, ২৬ নভেম্বর রাত ৮টার দিকে সিনিয়রদের নির্দেশে তিনি (আল শাহারিয়ার) রুপাতলী হাউজিং মাঠে পৌঁছান। সেখান থেকে বাসে তুলে তাঁকে টোল প্লাজার পাশের এক বাসায় নেওয়া হয়। কক্ষে তুলেই গেট বন্ধ করে দেওয়া হয়। তারপর সব মোবাইল, ডিভাইস বন্ধ করা হয়, যেন কোনো প্রমাণ না থাকে। অভিযোগকারীর ভাষায় অমানবিক মানসিক নির্যাতন করা হয় তাঁর ওপর।

কখনো কবিতা আবৃত্তি করতে বাধ্য করা, না করলে ‘মেন্টাল’ আখ্যা দেওয়া হয়, বাবা-মাকে নিয়ে অশ্রাব্য গালি দেওয়া হয়। কখনো অভিনয়ের নামে সহপাঠীদের নিয়ে অশোভন দৃশ্য তৈরি করতে চাপ দেওয়া হয়। চোখে পানি দেখলে কটূক্তি, এমনকি লাঠি এনে মারার ভয় দেখানো হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ছোট প্যান্ট পরিয়ে নাচতে বলা হয়। প্রস্রাবের করতে ওয়াশরুমে যেতে চাইলে দেওয়া হয় বোতল। এমনকি দরজা খুলে রেখে ওয়াশরুম ব্যবহার করতে বলা হয়। শীতের রাতে শার্ট খুলতে বাধ্য করা হয়। শেষে বিস্কুট দিয়ে বলা হয়, ‘কুকুরের মতো চেটে খা’।

এ প্রসঙ্গে অভিযুক্ত মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, জুনিয়রদের নিয়ে পিকনিক করছিলেন। একটু রাগারাগি হয়েছে মাত্র। সেসব র‍্যাগিং নয়।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। র‍্যাগিংয়ের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে। এ ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে। প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ