কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে একটি ভাড়া বাসা থেকে নুসরাত নামে দেড় বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আয়েশা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোয়াদ রুহানী এ কথা নিশ্চিত করেন।
আয়েশা খাতুন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে। তিনি নরসিংদীর বেলাব থানার নীলখিয়া গ্রামের ওমর ফরুকের স্ত্রী। মৃত শিশুটি ওমর ফারুক ও আয়েশা খাতুনের মেয়ে।
পুলিশ জানায়, এক মাস আগে পরকীয়া প্রেমিক আলমগীর মিয়ার সঙ্গে পৌর শহরের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে ভাড়া বাসায় ওঠেন আয়েশা খাতুন। আলমগীর মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। ঈদুল আজহা উপলক্ষে আলমগীর তাঁর নিজ বাড়ি টানকৃষ্ণনগর এলাকায় যান। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মা আয়েশা খাতুন চিৎকার-চেঁচামেচি করে নুসরাতের মৃত্যুর খবর প্রতিবেশীসহ সবাইকে জানান। মৃত্যুটি অস্বাভাবিক সন্দেহ করে মা আয়েশা খাতুনকে পুলিশে সোপর্দ করেন বাড়ির মালিক শাহীন কবীর। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মা আয়েশা খাতুনকে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য আজ রোববার (৮ জুন) সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভৈরব থানার ওসি ফোয়াদ রুহানী বলেন, এ ঘটনায় আয়েশা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদা কালাম বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জের ভৈরবে একটি ভাড়া বাসা থেকে নুসরাত নামে দেড় বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা আয়েশা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোয়াদ রুহানী এ কথা নিশ্চিত করেন।
আয়েশা খাতুন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে। তিনি নরসিংদীর বেলাব থানার নীলখিয়া গ্রামের ওমর ফরুকের স্ত্রী। মৃত শিশুটি ওমর ফারুক ও আয়েশা খাতুনের মেয়ে।
পুলিশ জানায়, এক মাস আগে পরকীয়া প্রেমিক আলমগীর মিয়ার সঙ্গে পৌর শহরের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে ভাড়া বাসায় ওঠেন আয়েশা খাতুন। আলমগীর মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। ঈদুল আজহা উপলক্ষে আলমগীর তাঁর নিজ বাড়ি টানকৃষ্ণনগর এলাকায় যান। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে মা আয়েশা খাতুন চিৎকার-চেঁচামেচি করে নুসরাতের মৃত্যুর খবর প্রতিবেশীসহ সবাইকে জানান। মৃত্যুটি অস্বাভাবিক সন্দেহ করে মা আয়েশা খাতুনকে পুলিশে সোপর্দ করেন বাড়ির মালিক শাহীন কবীর। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মা আয়েশা খাতুনকে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য আজ রোববার (৮ জুন) সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভৈরব থানার ওসি ফোয়াদ রুহানী বলেন, এ ঘটনায় আয়েশা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদা কালাম বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
১৮ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২১ মিনিট আগে