Ajker Patrika

করিমগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে গুণধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হচ্ছে আশতকা মানিকপুর গ্রামের রতন মিয়ার মেয়ে দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাইফা (১০) ও ইখলাস মিয়ার মেয়ে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মায়মুনা (৯)। তারা পরস্পর মামাতো-ফুফাতো বোন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে নরসুন্দা নদীর পাড়ে খেলা করছিল তারা। একপর্যায়ে নদীতে পড়ে দুজনেরই মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।  

স্থানীয় ইউপি সদস্য আজহারুল ইসলাম বকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...