Ajker Patrika

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৯ দিনের রিমান্ডে সন্ত্রাসী সাজ্জাদ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও গুলিতে ঝাঁজরা প্রাইভেট কার। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও গুলিতে ঝাঁজরা প্রাইভেট কার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কারাবন্দী আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ৯ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সম্প্রতি নগরীর বাকলিয়ায় প্রাইভেট কারে ব্রাশফায়ারে দুজনকে হত্যাসহ দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিকে চার দিনের রিমান্ড নেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার এবং ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বাকলিয়া থানায় জোড়া খুনের মামলায় তদন্ত কর্মকর্তা কারাবন্দী সাজ্জাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ সময় আদালত আসামি সাজ্জাদকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই আদালতে ওই হত্যা মামলায় সাজ্জাদসহ বেলাল ও মানিক নামে গ্রেপ্তার তিন আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত প্রত্যেক আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রায়হানুল ওয়াজেদ চৌধুরী আরও বলেন, একই দিন ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চান্দগাঁও থানার আরেকটি হত্যা মামলায় আসামি সাজ্জাদ হোসেনকে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। এ সময় আদালত এই হত্যা মামলাতে সাজ্জাদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, গত আগস্টে সরকার পতনের পর নগরের বায়েজিদ ও চান্দগাঁওয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিনজনকে গুলি করে হত্যা এবং প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজির ঘটনায় আলোচনায় আসেন ছোট সাজ্জাদ। তিনি ওই এলাকার বুড়ির নাতি হিসেবে পরিচিত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই বছর ২৯ আগস্ট বায়েজিদ থানা এলাকার অক্সিজেন-কুয়াইশ সড়ক ও ২১ অক্টোবর চান্দগাঁও এলাকায় তিন খুনের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে আরেক শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও দ্বন্দ্ব রয়েছে সাজ্জাদের। নিহত ব্যক্তিরা সবাই সরোয়ারের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। আলোচিত এসব ঘটনার পর শীর্ষ সন্ত্রাসীর তকমা পাওয়া ছোট সাজ্জাদকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করে পারেনি। সর্বশেষ গত ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নগ্ন করে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়ে আরেকবার আলোচনায় আসেন সাজ্জাদ। এরপর তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে মহানগর পুলিশ।

গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও থানার বসুন্ধরা সিটি শপিং সেন্টার থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের একটি বিশেষ দল। এরপর চান্দগাঁও থানায় হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

জানা গেছে, পুলিশের হাতে গ্রেপ্তারের পর সাজ্জাদের স্ত্রী ফেসবুক লাইভে এসে প্রতিপক্ষদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন; যা ফেসবুকে ভাইরাল হয়।

গত ২৯ মার্চ দিবাগত রাতে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি করতে করতে ধাওয়া করে পাঁচ-ছয়টি মোটরসাইকেলে থাকা অস্ত্রধারীরা। ওই ঘটনায় প্রাইভেট কারে থাকা আব্দুল্লাহ ও মানিক নামের দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ছাড়া গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আলোচিত এই জোড়া খুনের ঘটনার জন্য সাজ্জাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

পুলিশ জানিয়েছে, ওই প্রাইভেট কারে সাজ্জাদের পুরোনো প্রতিপক্ষ আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা ছিলেন। মূলত তাঁকে লক্ষ্য করেই হামলা হয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান। এ ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় মানিকের স্বজনেরা কারাবন্দী সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় ৩ এপ্রিল নগরের বহদ্দারহাট এলাকা থেকে সিসিটিভি ফুটেজে শনাক্ত ও মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে বেলাল ও মানিককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য, বেলাল ‘সরাসরি’ এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন এবং মানিক মোটরসাইকেল সরবরাহ করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, চট্টগ্রামে আলোচিত আট হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ভারতে পলাতক সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন সরোয়ার হোসেন বাবলা ও ছোট সাজ্জাদ। পরে সাজ্জাদ আলী খানের সঙ্গে দ্বন্দ্বের পর আলাদা একটি গ্রুপ নিয়ন্ত্রণ করছেন সরোয়ার। অন্যদিকে সাজ্জাদ আলী খানের অন্যতম সহযোগী অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছিলেন চট্টগ্রাম কারাগারে বন্দী ছোট সাজ্জাদ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
নিহত ব্যক্তির স্বামী আটক আবুল মৃধা। ছবি: আজকের পত্রিকা
নিহত ব্যক্তির স্বামী আটক আবুল মৃধা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একই ঘরে রোকেয়া বেগম (৫৫) ও তাঁর স্বামী আবুল মৃধা এবং তাঁদের দুই ছেলে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমকে গলা কেটে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিহত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তাঁর স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী থেকে সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী থেকে সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে হালকা শীত ও কুয়াশার আবহ থাকলেও রাত নামলেই শীতের অনুভূতি বাড়তে শুরু করে। সকালের দিকে সূর্যের দেখা মিললে কুয়াশা কেটে যায় এবং শীতের তীব্রতা কিছুটা কমে আসে। তবে টানা সাত দিন জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতের প্রভাব পুরোপুরি কাটছে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ৭ দশমিক ৫, সোমবার ৮ দশমিক ৪, রোববার ৭ দশমিক ৩, শনিবার ৮ দশমিক ৩, শুক্রবার ৬ দশমিক ৮, গত বৃহস্পতিবার ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী থেকে সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী থেকে সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

এদিকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে হিম সকালে কাজে বের হতে দেখা যাচ্ছে পাথরশ্রমিক, চা-শ্রমিক, ভ্যানচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষকে। পাথরশ্রমিকেরা নদীর বরফশীতল পানিতে নেমে কাজ শুরু করছেন।

মহানন্দা ও ডাহুক নদীতে পাথর তোলার কাজে নিয়োজিত ইরফান, আজগর, মোতালেবসহ কয়েকজন শ্রমিক জানান, নদীর পানি বরফের মতো ঠান্ডা; কিন্তু পাথর তোলা ছাড়া তাঁদের আর কোনো কাজ নেই। এই কাজ করে পরিবার চালাতে হয়। তাই পেটের তাগিদে বরফশীতল পানিতে নেমে পাথর তুলতে হচ্ছে।

মহানন্দা নদীতে বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিক আব্দুল মালেক বলেন, ‘সকালের দিকে নদীর পানি এত ঠান্ডা থাকে যে পানিতে নামতেই শরীর কেঁপে ওঠে। হাত-পা অবশ হয়ে যায়। তবু কাজ না করলে সংসার চলবে না। তাই কষ্ট সহ্য করেই পানিতে নামতে হয়।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শিশু ডুবে মৃত্যু রোধে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ উদ্ভাবন ভোলার শিক্ষার্থী তাহাসিনের

শিমুল চৌধুরী, ভোলা 
ভোলার সিভিল সার্জন ও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ডিভাইস সম্পর্কে ধারণা দিচ্ছে খুদে বিজ্ঞানী তাহাসিন। ছবি: আজকের পত্রিকা
ভোলার সিভিল সার্জন ও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ডিভাইস সম্পর্কে ধারণা দিচ্ছে খুদে বিজ্ঞানী তাহাসিন। ছবি: আজকের পত্রিকা

উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে। একই সঙ্গে শিশুটির অবস্থানও জানা যাবে।

প্রায় ৫০ গ্রাম ওজনের ডিভাইসটির কার্যকারিতা গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ভোলা পৌরসভার একটি পুকুরে পরীক্ষামূলক প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়। এ সময় ভোলার সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তাহাসিন জানায়, কোনো শিশু ডিভাইসটি ব্যবহার করে পানিতে ডুবে গেলে সঙ্গে সঙ্গে অভিভাবকের মোবাইলে রিং বেজে উঠবে। এতে দ্রুত উদ্ধার সম্ভব হবে এবং শিশুমৃত্যুর হার কমে আসবে।

শুধু ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নয়, এ পর্যন্ত অন্তত ১৮টি যন্ত্র উদ্ভাবন করেছে তাহাসিন। এর মধ্যে রয়েছে ‘লাইফ সেফটি ডিভাইস’, যা ব্যবহারকারীর ওপর হামলার চেষ্টা হলে হামলাকারীকে ২৫০ থেকে ৩৫০ ভোল্টের বৈদ্যুতিক শক দেবে। এ ছাড়া ‘ফারমার সেফটি মেশিন’, ‘ফারমার হেলপার মেশিন’, ‘ফারমার অ্যাসিস্ট্যান্ট মেশিন’, স্মার্ট থিফ ট্যাপ সিকিউরিটি, স্মার্ট হর্ন, স্মার্ট ডাস্টবিন, স্মার্ট ওয়াটার ট্যাপ, ডোজ অ্যালার্ম গ্লাস, স্মার্ট বৈদ্যুতিক টেস্টার, অটোমেটিক কার্টেন ওপেনার ও স্মার্ট শিপ স্ট্যাবিলাইজারসহ নানা যন্ত্র উদ্ভাবন করেছে সে।

তাহাসিন ভোলা জেলার দুর্গম মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা। তার বাবা আব্দুল হালিম স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক। তাহাসিন বর্তমানে ঢাকার মটস ইনস্টিটিউট অব টেকনোলজির ইলেকট্রিক্যাল বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।

তাহাসিন জানায়, ছোটবেলা থেকে নতুন কিছু করার স্বপ্ন ছিল তার। লেখাপড়ার ফাঁকে উদ্ভাবনী কাজে সময় দেয় সে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে অনেক আবিষ্কার বাস্তবে রূপ দিতে পারছে না। মা-বাবার দেওয়া খরচের টাকা থেকে সঞ্চয় করে এখন পর্যন্ত ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয়ে এসব যন্ত্র তৈরি করেছে সে।

ডিভাইস পরীক্ষা করার জন্য পুকুরপাড়ে খুদে বিজ্ঞানী তাহাসিন। ছবি: আজকের পত্রিকা
ডিভাইস পরীক্ষা করার জন্য পুকুরপাড়ে খুদে বিজ্ঞানী তাহাসিন। ছবি: আজকের পত্রিকা

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ‘তাহাসিনের উদ্ভাবন অত্যন্ত প্রশংসনীয়। এই ডিভাইসের মাধ্যমে যদি একটি শিশুর প্রাণও রক্ষা পায়, তাহলে তার প্রচেষ্টা সার্থক। সরকারি ও বেসরকারি উদ্যোগে স্বল্প খরচে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা গেলে সারা দেশে উপকার পাওয়া যাবে।’ প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ভোলার সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম বলেন, ভোলায় প্রায় প্রতিদিনই পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটে, যা অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের উদ্ভাবন শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 
আগুনে ক্ষতিগ্রস্ত চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়। ছবি: আজকের পত্রিকা
আগুনে ক্ষতিগ্রস্ত চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দলীয় কার্যালয়ের ব্যানার, সাইনবোর্ডসহ দরজা ও জানালার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।

একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেছেন, পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, অগ্নিসংযোগে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত