শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন সাময়িক নিষিদ্ধ। আজ প্রশাসনের অনুমতি না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।
বেলা ২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে, অথচ এ জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়েছি এবং খুব শিগগির এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গত ২৫ এপ্রিল শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
অপর দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির জন্য প্রশাসনের কোনো অনুমতি নিইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদ—একটি নৈতিক অবস্থান থেকে করা কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন সাময়িক নিষিদ্ধ। আজ প্রশাসনের অনুমতি না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।
বেলা ২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে, অথচ এ জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়েছি এবং খুব শিগগির এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গত ২৫ এপ্রিল শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
অপর দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির জন্য প্রশাসনের কোনো অনুমতি নিইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদ—একটি নৈতিক অবস্থান থেকে করা কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৬ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৬ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে