গাইবান্ধা প্রতিনিধি

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব।’ এক ভিডিওতে এভাবেই হুমকি দিয়ে কথা বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। তাঁর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ শুক্রবার দুপুরে এমন একটি ভিডিও নজরে আসে প্রতিবেদকের। ভিডিওটি শাওন জামান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন একজন আইনজীবী। তাঁর দাবি, তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের দ্বারা তাঁর পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হয়েছে। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।
আইনজীবীর পোস্টে উল্লেখ করা হয়, গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় তাঁদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এই হুমকি যিনি দিয়েছেন, তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি বলেও তিনি পোস্টে দাবি করেছেন। এ ছাড়া কাঞ্চন একাধিকবার তাঁর বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন। পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ গত বুধবার রাতে করা জিডিকে অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানা।
ওই আইনজীবী বলেন, এটা কি সেই নতুন বাংলাদেশ, যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাসী কার্যক্রম চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।
জানা গেছে, অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। তিনি ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন। তিনি দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার অর্থের জোরে এ রকম প্রভাব চালান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত বুধবার রাতে প্রাচীর ভাঙচুর ও হুমকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
আরও খবর পড়ুন:

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব।’ এক ভিডিওতে এভাবেই হুমকি দিয়ে কথা বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। তাঁর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ শুক্রবার দুপুরে এমন একটি ভিডিও নজরে আসে প্রতিবেদকের। ভিডিওটি শাওন জামান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন একজন আইনজীবী। তাঁর দাবি, তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের দ্বারা তাঁর পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হয়েছে। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।
আইনজীবীর পোস্টে উল্লেখ করা হয়, গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় তাঁদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এই হুমকি যিনি দিয়েছেন, তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি বলেও তিনি পোস্টে দাবি করেছেন। এ ছাড়া কাঞ্চন একাধিকবার তাঁর বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন। পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ গত বুধবার রাতে করা জিডিকে অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানা।
ওই আইনজীবী বলেন, এটা কি সেই নতুন বাংলাদেশ, যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাসী কার্যক্রম চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।
জানা গেছে, অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। তিনি ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন। তিনি দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার অর্থের জোরে এ রকম প্রভাব চালান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত বুধবার রাতে প্রাচীর ভাঙচুর ও হুমকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
আরও খবর পড়ুন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
৪৩ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে