গাইবান্ধা প্রতিনিধি

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব।’ এক ভিডিওতে এভাবেই হুমকি দিয়ে কথা বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। তাঁর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ শুক্রবার দুপুরে এমন একটি ভিডিও নজরে আসে প্রতিবেদকের। ভিডিওটি শাওন জামান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন একজন আইনজীবী। তাঁর দাবি, তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের দ্বারা তাঁর পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হয়েছে। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।
আইনজীবীর পোস্টে উল্লেখ করা হয়, গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় তাঁদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এই হুমকি যিনি দিয়েছেন, তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি বলেও তিনি পোস্টে দাবি করেছেন। এ ছাড়া কাঞ্চন একাধিকবার তাঁর বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন। পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ গত বুধবার রাতে করা জিডিকে অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানা।
ওই আইনজীবী বলেন, এটা কি সেই নতুন বাংলাদেশ, যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাসী কার্যক্রম চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।
জানা গেছে, অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। তিনি ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন। তিনি দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার অর্থের জোরে এ রকম প্রভাব চালান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত বুধবার রাতে প্রাচীর ভাঙচুর ও হুমকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
আরও খবর পড়ুন:

‘আমি পূর্বপাড়ার কাঞ্চন। একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব।’ এক ভিডিওতে এভাবেই হুমকি দিয়ে কথা বলছিলেন গাইবান্ধায় রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন। তাঁর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ শুক্রবার দুপুরে এমন একটি ভিডিও নজরে আসে প্রতিবেদকের। ভিডিওটি শাওন জামান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন একজন আইনজীবী। তাঁর দাবি, তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং কাঞ্চনের দ্বারা তাঁর পরিবার বারবার হুমকি ও হামলার শিকার হয়েছে। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কাঞ্চন প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, তিনি একটি হত্যা করেছেন, প্রয়োজনে আরও শতাধিক করতে পারেন।
আইনজীবীর পোস্টে উল্লেখ করা হয়, গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় তাঁদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। আর এই হুমকি যিনি দিয়েছেন, তিনি চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এক নম্বর আসামি কাঞ্চন। তিনি একজন মাদক কারবারি বলেও তিনি পোস্টে দাবি করেছেন। এ ছাড়া কাঞ্চন একাধিকবার তাঁর বাসায় অস্ত্র নিয়ে হামলা করেন। পুলিশকে একাধিকবার জানালেও কার্যকর ব্যবস্থা নেয়নি তারা। সর্বশেষ গত বুধবার রাতে করা জিডিকে অভিযোগ হিসেবে রেকর্ড করেছে থানা।
ওই আইনজীবী বলেন, এটা কি সেই নতুন বাংলাদেশ, যেখানে হত্যা মামলার আসামি আইনজীবীর পরিবারের ওপর সন্ত্রাসী কার্যক্রম চালায় আর প্রশাসন চুপ থাকে? একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে পরিবারের নিরাপত্তা কামনা করেন।
জানা গেছে, অভিযুক্ত কাঞ্চন শহরের পূর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। তিনি ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলায় বর্তমানে কাঞ্চন জামিনে রয়েছেন। তিনি দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার অর্থের জোরে এ রকম প্রভাব চালান।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত বুধবার রাতে প্রাচীর ভাঙচুর ও হুমকির অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
আরও খবর পড়ুন:

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে