Ajker Patrika

চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণকালে খুন: ছাত্রলীগের ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণকালে খুন: ছাত্রলীগের ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ করতে গিয়ে মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার রাতে নিহত মো. মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন ৷ 

হত্যা মামলার আসামি হলেন-নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুন, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। তাছাড়াও ৩-৪ জনকে অজ্ঞাত ও আসামি করা হয়। 

এদিকে খুনের ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও মুরাদ হাসান ভূঁইয়া খুনের ঘটনায় জড়িত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। নিহত মুরাদের পরিবারের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। 

গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হয়। এ ঘটনায় গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মুরাদ হাসান ভূঁইয়ার জানাজা শেষে লাশ দাফন করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত মুরাদের পরিবার ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। এঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি । আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত