নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ছিনতাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালংকারগুলো গলিয়ে একাধিক স্বর্ণালংকার তৈরির পর তা বিক্রি করার চেষ্টা করেছিলেন। অভিযানে তাঁদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১৮ মে) নগরের চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (৩৬) ও সাজু কুমার বণিক (৩০)।
এ ঘটনায় আজ বিকেলে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে পৌঁছালে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। এ সময় অভিষেকের কাছে থাকা ১৭ ভরি ওজনের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে উপকমিশনার জানান, লুট করা স্বর্ণের চারটি চুরি গলিয়ে তাঁরা একাধিক চুরি তৈরির পর কয়েকটি বাইরে বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণের চুরি ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণালংকারের ওজন ১৫০ গ্রাম (১৩ ভরি), যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৫ হাজার টাকা।

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ছিনতাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালংকারগুলো গলিয়ে একাধিক স্বর্ণালংকার তৈরির পর তা বিক্রি করার চেষ্টা করেছিলেন। অভিযানে তাঁদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১৮ মে) নগরের চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (৩৬) ও সাজু কুমার বণিক (৩০)।
এ ঘটনায় আজ বিকেলে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে পৌঁছালে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। এ সময় অভিষেকের কাছে থাকা ১৭ ভরি ওজনের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে উপকমিশনার জানান, লুট করা স্বর্ণের চারটি চুরি গলিয়ে তাঁরা একাধিক চুরি তৈরির পর কয়েকটি বাইরে বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণের চুরি ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণালংকারের ওজন ১৫০ গ্রাম (১৩ ভরি), যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৫ হাজার টাকা।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৯ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৩ মিনিট আগে