নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ছিনতাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালংকারগুলো গলিয়ে একাধিক স্বর্ণালংকার তৈরির পর তা বিক্রি করার চেষ্টা করেছিলেন। অভিযানে তাঁদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১৮ মে) নগরের চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (৩৬) ও সাজু কুমার বণিক (৩০)।
এ ঘটনায় আজ বিকেলে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে পৌঁছালে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। এ সময় অভিষেকের কাছে থাকা ১৭ ভরি ওজনের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে উপকমিশনার জানান, লুট করা স্বর্ণের চারটি চুরি গলিয়ে তাঁরা একাধিক চুরি তৈরির পর কয়েকটি বাইরে বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণের চুরি ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণালংকারের ওজন ১৫০ গ্রাম (১৩ ভরি), যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৫ হাজার টাকা।

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১৭ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ছিনতাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালংকারগুলো গলিয়ে একাধিক স্বর্ণালংকার তৈরির পর তা বিক্রি করার চেষ্টা করেছিলেন। অভিযানে তাঁদের হেফাজত থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১৮ মে) নগরের চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও স্বর্ণালংকার উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরমান (৩৬) ও সাজু কুমার বণিক (৩০)।
এ ঘটনায় আজ বিকেলে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নগর পুলিশের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় রেলওয়ে পাবলিক হাইস্কুলের বিপরীত পাশে পৌঁছালে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। এ সময় অভিষেকের কাছে থাকা ১৭ ভরি ওজনের চারটি স্বর্ণের চুরি ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এ ঘটনার অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাঁদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের মধ্যে আরমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত মোট সাতটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে উপকমিশনার জানান, লুট করা স্বর্ণের চারটি চুরি গলিয়ে তাঁরা একাধিক চুরি তৈরির পর কয়েকটি বাইরে বিক্রি করেছেন। এর মধ্যে পাঁচটি স্বর্ণের চুরি ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার স্বর্ণালংকারের ওজন ১৫০ গ্রাম (১৩ ভরি), যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৮৫ হাজার টাকা।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে