রাঙামাটি প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’
নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’
নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে