নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হালিশহর থানার নয়াবাজারের আনন্দপুরে মহেশখালের সঙ্গে যুক্ত নালায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম হুমায়রা আক্তার (৩)। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। রহমান ইন্টারনেট-ডিশ সংযোগ দেওয়া কোম্পানির লাইনম্যান এবং তাঁর স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুই দিন ধরে চলা টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি নালাগুলোতে পানি উপচে পড়ছে। আজ দুপুরে নয়াবাজারের আনন্দপুর এখানকার সড়ক ও নালা পানিতে ডুবে একাকার হয়েছিল। বেলা ১টার দিকে কয়েকটি শিশু সেখানে বল নিয়ে খেলছিল। এ সময় একজন পা পিছলে নালার ঢাকনার খোলা অংশ দিয়ে ভেতরে পড়ে তলিয়ে যায়। তখন প্রচুর স্রোত ছিল। কয়েক ঘণ্টা পর ৩০-৩৫ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার স্থানে নালার ওপর কংক্রিটের ঢাকনা ছিল। তবে সড়কের পানি নালায় প্রবেশ করানোর জন্য একটি অংশের ঢাকনা খুলে রাখা ছিল। ওই অংশ দিয়ে শিশুটি পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাঁদের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ২০২০ সালে দুজন, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।

চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হালিশহর থানার নয়াবাজারের আনন্দপুরে মহেশখালের সঙ্গে যুক্ত নালায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম হুমায়রা আক্তার (৩)। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। রহমান ইন্টারনেট-ডিশ সংযোগ দেওয়া কোম্পানির লাইনম্যান এবং তাঁর স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুই দিন ধরে চলা টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি নালাগুলোতে পানি উপচে পড়ছে। আজ দুপুরে নয়াবাজারের আনন্দপুর এখানকার সড়ক ও নালা পানিতে ডুবে একাকার হয়েছিল। বেলা ১টার দিকে কয়েকটি শিশু সেখানে বল নিয়ে খেলছিল। এ সময় একজন পা পিছলে নালার ঢাকনার খোলা অংশ দিয়ে ভেতরে পড়ে তলিয়ে যায়। তখন প্রচুর স্রোত ছিল। কয়েক ঘণ্টা পর ৩০-৩৫ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার স্থানে নালার ওপর কংক্রিটের ঢাকনা ছিল। তবে সড়কের পানি নালায় প্রবেশ করানোর জন্য একটি অংশের ঢাকনা খুলে রাখা ছিল। ওই অংশ দিয়ে শিশুটি পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাঁদের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ২০২০ সালে দুজন, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে