মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডের শিকার হন সজীবুল ইসলাম। ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন বাবা। ঘটনার দুই দিন পর মারা গেলেন তিনিও। বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দাউদ মোল্যা (৬৫)। এদিন সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়।
সজীবুলের চাচা কালু মোল্যা বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার ছেলে সজীবুলের মৃত্যুর খবর শোনার পর থেকে দাউদ মোল্যা কেঁদেই চলছিলেন। স্বজনেরা সান্ত্বনা দিয়েও তাঁকে বোঝাতে পারেনি। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার বেলা ১১টার দিকে জানাজা শেষে পলাশবাড়িয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সজিবুলেল স্ত্রী প্রিয়া বলেন, ‘আমাদের নতুন বিয়ে হয়েছিল। আমার স্বামী আমাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিল। সে বলছিল জাহাজে চাকরিতে পদোন্নতি হলে বেতন বাড়বে। জাহাজে চাকরিতে গিয়ে খুন হয় সজীবুল। শেষ পর্যন্ত তার শোকে আমার শ্বশুরও মারা গেলেন। এখন ভবিষ্যৎ নিয়েই আমি দুশ্চিন্তায় পড়ে গেছি। সামনে কী কবর জানি না।’
নিহতের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের সমবেদনা জানাতে তাঁদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসছেন বাড়িতে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, জাহাজে হত্যার শিকার সজীবুলের বাবা দাউদ মোল্যার মৃত্যুর সংবাদ রাতেই জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
উল্লেখ্য, মঙ্গলবার চাঁদপুরের হাইমচর এলাকায় মাঝির চরে কার্গো জাহাজে ৭ জনকে হত্যা করা হয়। হত্যার শিকার ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, শেখ সবুজ, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত হয়েছেন সুকানি মো. জুয়েল। ঘটনার সঙ্গে জড়িত থাকার ঘটনায় আকাশ মন্ডল ইরফানকে গ্রেপ্তার করেছে র্যাব।

চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ডের শিকার হন সজীবুল ইসলাম। ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন বাবা। ঘটনার দুই দিন পর মারা গেলেন তিনিও। বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দাউদ মোল্যা (৬৫)। এদিন সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়।
সজীবুলের চাচা কালু মোল্যা বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার ছেলে সজীবুলের মৃত্যুর খবর শোনার পর থেকে দাউদ মোল্যা কেঁদেই চলছিলেন। স্বজনেরা সান্ত্বনা দিয়েও তাঁকে বোঝাতে পারেনি। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার বেলা ১১টার দিকে জানাজা শেষে পলাশবাড়িয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সজিবুলেল স্ত্রী প্রিয়া বলেন, ‘আমাদের নতুন বিয়ে হয়েছিল। আমার স্বামী আমাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিল। সে বলছিল জাহাজে চাকরিতে পদোন্নতি হলে বেতন বাড়বে। জাহাজে চাকরিতে গিয়ে খুন হয় সজীবুল। শেষ পর্যন্ত তার শোকে আমার শ্বশুরও মারা গেলেন। এখন ভবিষ্যৎ নিয়েই আমি দুশ্চিন্তায় পড়ে গেছি। সামনে কী কবর জানি না।’
নিহতের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের সমবেদনা জানাতে তাঁদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসছেন বাড়িতে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, জাহাজে হত্যার শিকার সজীবুলের বাবা দাউদ মোল্যার মৃত্যুর সংবাদ রাতেই জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
উল্লেখ্য, মঙ্গলবার চাঁদপুরের হাইমচর এলাকায় মাঝির চরে কার্গো জাহাজে ৭ জনকে হত্যা করা হয়। হত্যার শিকার ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, শেখ সবুজ, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত হয়েছেন সুকানি মো. জুয়েল। ঘটনার সঙ্গে জড়িত থাকার ঘটনায় আকাশ মন্ডল ইরফানকে গ্রেপ্তার করেছে র্যাব।

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৪ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
২৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪০ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
৪৪ মিনিট আগে