নিজস্ব প্রতিবেদক

ঢাকা: লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের আগে ব্যক্তিগত গাড়ি নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাবে কিনা এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানাতে পারেননি। তাঁরা বলছেন, ঈদের আগে এ বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে।
আগামী ১৬ মে পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউন বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলবে।
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে অবশ্যই নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। অর্থাৎ কেউ ঢাকার কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে তাকে ঈদের ছুটিতে অবশ্যই ঢাকা থাকতে হবে।
লকডাউনের মধ্যে ব্যক্তিগত গাড়ি নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে কিনা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ বুধবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ভালো প্রশ্ন তুলেছেন। এটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। আশা করছি এর একটি সমাধান হবে।’
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামও স্বীকার করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সবশেষ প্রজ্ঞাপনে ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য জেলায় যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়নি।
মুভমেন্ট পাস নিয়ে শুধু সিটির মধ্যে চলা যাবে জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে এক জেলা থেকে আরেক জেলায় যেতে এই পাস দেওয়া হবে কিনা তা বলা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করবেন জানিয়ে অতিরিক্ত সচিব রফিকুল বলেন, ধারণা করছি ঈদের আগে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।
গত ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণার পর জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস চালু করে পুলিশ। প্রথমে এই পাস নিয়ে শুধু সিটির মধ্যে চলাচল করা যেত। পরে ঘণ্টা হিসেবে এই পাস নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ১৪ মে ঈদ হবে ধরে নিয়ে ১৩, ১৪ ও ১৫ মে ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে।
ঈদে যাতে কেউ কর্মস্থল না ছাড়েন সেজন্য ঈদের নির্ধারিত ছুটির বাইরে কাউকে বেশি ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।

ঢাকা: লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের আগে ব্যক্তিগত গাড়ি নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাবে কিনা এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানাতে পারেননি। তাঁরা বলছেন, ঈদের আগে এ বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে।
আগামী ১৬ মে পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউন বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলবে।
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে অবশ্যই নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। অর্থাৎ কেউ ঢাকার কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে তাকে ঈদের ছুটিতে অবশ্যই ঢাকা থাকতে হবে।
লকডাউনের মধ্যে ব্যক্তিগত গাড়ি নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে কিনা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ বুধবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ভালো প্রশ্ন তুলেছেন। এটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। আশা করছি এর একটি সমাধান হবে।’
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামও স্বীকার করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সবশেষ প্রজ্ঞাপনে ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য জেলায় যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়নি।
মুভমেন্ট পাস নিয়ে শুধু সিটির মধ্যে চলা যাবে জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে এক জেলা থেকে আরেক জেলায় যেতে এই পাস দেওয়া হবে কিনা তা বলা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করবেন জানিয়ে অতিরিক্ত সচিব রফিকুল বলেন, ধারণা করছি ঈদের আগে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।
গত ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণার পর জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস চালু করে পুলিশ। প্রথমে এই পাস নিয়ে শুধু সিটির মধ্যে চলাচল করা যেত। পরে ঘণ্টা হিসেবে এই পাস নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ১৪ মে ঈদ হবে ধরে নিয়ে ১৩, ১৪ ও ১৫ মে ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে।
ঈদে যাতে কেউ কর্মস্থল না ছাড়েন সেজন্য ঈদের নির্ধারিত ছুটির বাইরে কাউকে বেশি ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৪২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে