মাওলানা রইস হত্যা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে আজ সোমবার চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করা হয়েছে।
কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ পাল্টা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসব ঘটনায় কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ইসলামী ছাত্রসেনার নেতা-কর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টার দিকে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, এ কে খান, অক্সিজেনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। এর মধ্যে মুরাদপুর মোড়ে একদল বিক্ষোভকারী সড়কে টায়ার জ্বালিয়ে দেন। তাঁরা রইস হত্যার প্রতিবাদে স্লোগান দেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মুরাদপুর মোড় থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করে। ১০ মিনিট পর সেখানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেই সঙ্গে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
ধাওয়া খেয়ে বিক্ষোভকারীদের একটি অংশ মুরাদপুর-পাঁচলাইশ সড়ক ও আরেকটি অংশ বিপরীত প্রান্তের মুরাদপুর-অক্সিজেন সড়কসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও অলিগলিতে ঢুকে পড়েন। এর মধ্যে পাঁচলাইশে মির্জারপুর ও অক্সিজেন-হাটহাজারী সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা জবাব দেয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে।

বেলা ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মুরাদপুর মোড়ে পৌঁছে তাঁরাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নেমে পড়েন। একপর্যায়ে পুলিশ অলিগলিসহ আশপাশের মার্কেটগুলোতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। সাড়ে ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে করে আটক হওয়া ছয়জনকে ধরে নিয়ে যেতে দেখা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। আমরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা সড়ক থেকে সরে না আসায় সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।’
এদিকে ওই ঘটনার পর বিক্ষোভকারীদের একটি অংশ বিবিরহাটসংলগ্ন রেলপথ অবরোধ করেন। তাঁরা দুপুর সাড়ে ১২টার পর সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে মুরাদপুর থেকে অক্সিজেন যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বেলা ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী মিলে বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একদল যুবককেও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে দেখা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

একই ইস্যুতে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করা হয়। সেখানে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
উল্লেখ, মাওলানা রইস হত্যার প্রতিবাদে কয়েক দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল মার্চ টু গাজীপুর কর্মসূচি।

ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে আজ সোমবার চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করা হয়েছে।
কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ পাল্টা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসব ঘটনায় কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ইসলামী ছাত্রসেনার নেতা-কর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টার দিকে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, এ কে খান, অক্সিজেনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। এর মধ্যে মুরাদপুর মোড়ে একদল বিক্ষোভকারী সড়কে টায়ার জ্বালিয়ে দেন। তাঁরা রইস হত্যার প্রতিবাদে স্লোগান দেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মুরাদপুর মোড় থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করে। ১০ মিনিট পর সেখানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেই সঙ্গে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
ধাওয়া খেয়ে বিক্ষোভকারীদের একটি অংশ মুরাদপুর-পাঁচলাইশ সড়ক ও আরেকটি অংশ বিপরীত প্রান্তের মুরাদপুর-অক্সিজেন সড়কসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও অলিগলিতে ঢুকে পড়েন। এর মধ্যে পাঁচলাইশে মির্জারপুর ও অক্সিজেন-হাটহাজারী সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা জবাব দেয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের মাধ্যমে।

বেলা ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা মুরাদপুর মোড়ে পৌঁছে তাঁরাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নেমে পড়েন। একপর্যায়ে পুলিশ অলিগলিসহ আশপাশের মার্কেটগুলোতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। সাড়ে ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে করে আটক হওয়া ছয়জনকে ধরে নিয়ে যেতে দেখা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। আমরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা সড়ক থেকে সরে না আসায় সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।’
এদিকে ওই ঘটনার পর বিক্ষোভকারীদের একটি অংশ বিবিরহাটসংলগ্ন রেলপথ অবরোধ করেন। তাঁরা দুপুর সাড়ে ১২টার পর সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে মুরাদপুর থেকে অক্সিজেন যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বেলা ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী মিলে বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একদল যুবককেও লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে দেখা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

একই ইস্যুতে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করা হয়। সেখানে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
উল্লেখ, মাওলানা রইস হত্যার প্রতিবাদে কয়েক দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল মার্চ টু গাজীপুর কর্মসূচি।

বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
৩২ মিনিট আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
১ ঘণ্টা আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
১ ঘণ্টা আগে