নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় সংকটে পড়ে বিভিন্ন দেশের উদ্বৃত্ত টিকা আনার উদ্যোগ নিয়েছিল সরকার। এর জন্য বেশ কয়েকটি দেশে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, করোনার প্রথম ডোজ নেওয়া প্রায় ১৩ লাখ বাংলাদেশিকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো মজুত টিকা সরকারের কাছে নেই। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সেরাম ইনস্টিটিউট থেকেও চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে যেসব দেশে টিকার মজুত আছে এবং ব্যবহার হচ্ছে না তাদের কাছ থেকে টিকা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। অক্সফোর্ডের টিকা পেতে সাত দেশকে চিঠি দেয় সরকার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন এবং অস্ট্রেলিয়া। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতের টিকা অনিশ্চিত হওয়ার পর টিকা পেতে মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে টিকা নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ায় কিছুটা স্বস্তিতে সরকার। ফলে অন্য উপায়ে টিকা পাওয়ার আর চেষ্টা করা হচ্ছে না।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, উদ্বৃত্ত আছে এমন দেশগুলোতে টিকার পরিমান এতো অল্প যে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্রোয়েশিয়াতে দশ হাজার টিকা আছে। আপনি এতো অল্প টিকা আনবেন? ডেনমার্কে আছে দুই লাখ। আবার কোনো দেশে চার হাজার টিকা আছে, এগুলো দিয়ে আমাদের চলবে না। এগুলোর পরিমান এতো কম যা আমাদের চাহিদা মেটাতে পারবে না।
এদিকে চলতি মাসেই মস্কো থেকে ৪০ লাখ, চীনের উপহারস্বরূপ পাঁচ লাখ, জাতিসংঘের কোভ্যাক্স থেকে এক লাখ এবং সেরাম থেকে ২০ লাখসহ মোট ৬৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে ১০ মের মধ্যে চীনের টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অন্তত তিনটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে।

ঢাকা: ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় সংকটে পড়ে বিভিন্ন দেশের উদ্বৃত্ত টিকা আনার উদ্যোগ নিয়েছিল সরকার। এর জন্য বেশ কয়েকটি দেশে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, করোনার প্রথম ডোজ নেওয়া প্রায় ১৩ লাখ বাংলাদেশিকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো মজুত টিকা সরকারের কাছে নেই। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সেরাম ইনস্টিটিউট থেকেও চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে যেসব দেশে টিকার মজুত আছে এবং ব্যবহার হচ্ছে না তাদের কাছ থেকে টিকা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। অক্সফোর্ডের টিকা পেতে সাত দেশকে চিঠি দেয় সরকার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন এবং অস্ট্রেলিয়া। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতের টিকা অনিশ্চিত হওয়ার পর টিকা পেতে মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে টিকা নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ায় কিছুটা স্বস্তিতে সরকার। ফলে অন্য উপায়ে টিকা পাওয়ার আর চেষ্টা করা হচ্ছে না।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, উদ্বৃত্ত আছে এমন দেশগুলোতে টিকার পরিমান এতো অল্প যে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্রোয়েশিয়াতে দশ হাজার টিকা আছে। আপনি এতো অল্প টিকা আনবেন? ডেনমার্কে আছে দুই লাখ। আবার কোনো দেশে চার হাজার টিকা আছে, এগুলো দিয়ে আমাদের চলবে না। এগুলোর পরিমান এতো কম যা আমাদের চাহিদা মেটাতে পারবে না।
এদিকে চলতি মাসেই মস্কো থেকে ৪০ লাখ, চীনের উপহারস্বরূপ পাঁচ লাখ, জাতিসংঘের কোভ্যাক্স থেকে এক লাখ এবং সেরাম থেকে ২০ লাখসহ মোট ৬৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে ১০ মের মধ্যে চীনের টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অন্তত তিনটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে