গাজীপুর প্রতিনিধি

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আরও ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে তাঁরা কারামুক্ত হন। এ সময় কারা ফটকে অপেক্ষায় ছিলেন তাঁদের স্বজনেরা।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার মোহাম্মদ আল মামুন। তিনি জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জন, পার্ট-১ থেকে ৫ জন এবং পার্ট-২ থেকে ১০ জন রয়েছেন।
কারা সূত্রে জানা যায়, গেল সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন মঞ্জুর করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন, পার্ট-২ থেকে ১০ জন এবং হাই সিকিউরিটি কারাগার থেকে ১১ জন মুক্তি পান। এর আগে মঙ্গলবার একই মামলায় আরও এক সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত হন।
জামিন পাওয়া এসব আসামির মধ্যে অনেকেই পূর্বে হত্যা মামলায় খালাস পেয়েছিলেন। এর আগে ১৭৮ জন বিস্ফোরক মামলায় জামিন পেয়েছিলেন। সব মিলিয়ে এ মামলায় জামিন পাওয়ার সংখ্যা দাঁড়াল ২১৮।
জামিনে মুক্তি পেয়ে সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
জেল সুপার আল মামুন জানান, বুধবার বিকেলে ২৭ জনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মুক্তি দেওয়া হয়।

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আরও ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে তাঁরা কারামুক্ত হন। এ সময় কারা ফটকে অপেক্ষায় ছিলেন তাঁদের স্বজনেরা।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার মোহাম্মদ আল মামুন। তিনি জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জন, পার্ট-১ থেকে ৫ জন এবং পার্ট-২ থেকে ১০ জন রয়েছেন।
কারা সূত্রে জানা যায়, গেল সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন মঞ্জুর করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন, পার্ট-২ থেকে ১০ জন এবং হাই সিকিউরিটি কারাগার থেকে ১১ জন মুক্তি পান। এর আগে মঙ্গলবার একই মামলায় আরও এক সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত হন।
জামিন পাওয়া এসব আসামির মধ্যে অনেকেই পূর্বে হত্যা মামলায় খালাস পেয়েছিলেন। এর আগে ১৭৮ জন বিস্ফোরক মামলায় জামিন পেয়েছিলেন। সব মিলিয়ে এ মামলায় জামিন পাওয়ার সংখ্যা দাঁড়াল ২১৮।
জামিনে মুক্তি পেয়ে সাবেক বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
জেল সুপার আল মামুন জানান, বুধবার বিকেলে ২৭ জনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মুক্তি দেওয়া হয়।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৪২ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে