সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আশুলিয়ার ওই অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ জনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শারমিন বেগম (৩০) মারা যান।
তিনি জানান, ৪২ শতাংশ বার্ন নিয়ে শারমিন বেগম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর অবস্থা আগে থেকেই গুরুতর হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষ চেষ্টা হিসেবে আজও একটা অস্ত্রোপচার করা হয়। তবে তাকে বাঁচানো যায়নি।
এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার (৩২) মারা যান। এর প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর গত রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর ভাই সুমন রহমান (৩০)। শিউলি ও সুমন মুন্সিগঞ্জের নিমতলী এলাকার আলাউদ্দিনের সন্তান।
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও আটজন চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
হাসপাতালে ভর্তি আটজনের মধ্যে সূর্য্য বেগমের (৫০) ৭ শতাংশ, সোহেলের (৩৮) ১০ শতাংশ, সোয়াইদের (৪) ২৭ শতাংশ, সুরাইয়ার (৩ মাস) ৯ শতাংশ, মনির হোসেনের (৪০) ২০ শতাংশ, ছামির মাহমুদ ছাকিনের (১৫) ১৪ শতাংশ, মাহাদীর (৭) ১০ শতাংশ ও জহুরা বেগমের (৭০) ৫ শতাংশ পুড়ে গেছে।
গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। দোতলা ওই ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন মো. সুমন।
উল্লেখ, শবে বরাত উপলক্ষে গত শুক্রবার সুমনের মা ও ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসে। রাতের খাবারের পর পিঠা বানানোর সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। তাতে নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হয়। স্থানীয়রা তাদের প্রাথমিকভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আশুলিয়ার ওই অগ্নিকাণ্ডে দগ্ধ ১১ জনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শারমিন বেগম (৩০) মারা যান।
তিনি জানান, ৪২ শতাংশ বার্ন নিয়ে শারমিন বেগম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর অবস্থা আগে থেকেই গুরুতর হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষ চেষ্টা হিসেবে আজও একটা অস্ত্রোপচার করা হয়। তবে তাকে বাঁচানো যায়নি।
এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার (৩২) মারা যান। এর প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর গত রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর ভাই সুমন রহমান (৩০)। শিউলি ও সুমন মুন্সিগঞ্জের নিমতলী এলাকার আলাউদ্দিনের সন্তান।
অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও আটজন চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
হাসপাতালে ভর্তি আটজনের মধ্যে সূর্য্য বেগমের (৫০) ৭ শতাংশ, সোহেলের (৩৮) ১০ শতাংশ, সোয়াইদের (৪) ২৭ শতাংশ, সুরাইয়ার (৩ মাস) ৯ শতাংশ, মনির হোসেনের (৪০) ২০ শতাংশ, ছামির মাহমুদ ছাকিনের (১৫) ১৪ শতাংশ, মাহাদীর (৭) ১০ শতাংশ ও জহুরা বেগমের (৭০) ৫ শতাংশ পুড়ে গেছে।
গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর দোতলা বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। দোতলা ওই ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন মো. সুমন।
উল্লেখ, শবে বরাত উপলক্ষে গত শুক্রবার সুমনের মা ও ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসে। রাতের খাবারের পর পিঠা বানানোর সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। তাতে নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হয়। স্থানীয়রা তাদের প্রাথমিকভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩৩ মিনিট আগে