নাটোর প্রতিনিধি

ভাতিজি ডা. ফারজানা রহমানকে নাটোরের সিংড়ায় জনসভা মঞ্চে ডেকে নেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে বিএনপি। আজ শনিবার জেলা বিএনপির সদস্যসচিব স্বাক্ষরিত চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সিংড়া কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন পেশাজীবী আমন্ত্রিত ছিলেন। শুরুতে মঞ্চের ডান পাশে অতিথি সারিতে বসা ছিলেন ডা. ফারজানা রহমান। পরে সঞ্চালক তাঁকে মঞ্চে ডেকে নেন এবং তিনি মঞ্চের দ্বিতীয় সারিতে থাকা চেয়ারে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জার্জিস কাদিরের পাশে বসেন।
ফারজানা রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচা শ্বশুর প্রভাষক আনিছুর রহমানের মেয়ে এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ার হোসেন আনুর ভাতিজি। ফারজানার দাবি, তিনি আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন।
নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৬ ডিসেম্বর (শুক্রবার) সিংড়া উপজেলা বিএনপির জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের আইসিটি মন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়। আপনাদের এহেন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

অপরদিকে উপজেলা বিএনপির নেতারা বিবৃতি দিয়ে জানান, ফারজানা রহমান নামের ওই ব্যক্তি আমন্ত্রিত কেউ ছিলেন না। মঞ্চে বসার পর বিষয়টি জানাজানি হলে তাকে নামিয়ে দেওয়া হয়। তিনি যতক্ষণ মঞ্চে অতিথির আসনে বসে ছিলেন ততক্ষণে ‘কতিপয় ব্যক্তি’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ছবি তুলে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন–উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম ইউসুফ আলী, শরিফুল ইসলাম বুলবুল, শাহাদৎ হোসেন ও অ্যাডভোকেট শামীম হোসেন।
এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মোবাইল ফোনে কল করা হলে সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
তবে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা বিএনপির সভামঞ্চে বসার ক্ষুব্ধ হয়েছে দলের কর্মীরা। এ দায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু এড়াতে পারেন না। বিধি মেনে তাকে শোকজ করা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ভাতিজি ডা. ফারজানা রহমানকে নাটোরের সিংড়ায় জনসভা মঞ্চে ডেকে নেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে শোকজ করেছে বিএনপি। আজ শনিবার জেলা বিএনপির সদস্যসচিব স্বাক্ষরিত চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সিংড়া কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন পেশাজীবী আমন্ত্রিত ছিলেন। শুরুতে মঞ্চের ডান পাশে অতিথি সারিতে বসা ছিলেন ডা. ফারজানা রহমান। পরে সঞ্চালক তাঁকে মঞ্চে ডেকে নেন এবং তিনি মঞ্চের দ্বিতীয় সারিতে থাকা চেয়ারে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জার্জিস কাদিরের পাশে বসেন।
ফারজানা রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচা শ্বশুর প্রভাষক আনিছুর রহমানের মেয়ে এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ার হোসেন আনুর ভাতিজি। ফারজানার দাবি, তিনি আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য নন।
নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৬ ডিসেম্বর (শুক্রবার) সিংড়া উপজেলা বিএনপির জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের আইসিটি মন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়। আপনাদের এহেন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

অপরদিকে উপজেলা বিএনপির নেতারা বিবৃতি দিয়ে জানান, ফারজানা রহমান নামের ওই ব্যক্তি আমন্ত্রিত কেউ ছিলেন না। মঞ্চে বসার পর বিষয়টি জানাজানি হলে তাকে নামিয়ে দেওয়া হয়। তিনি যতক্ষণ মঞ্চে অতিথির আসনে বসে ছিলেন ততক্ষণে ‘কতিপয় ব্যক্তি’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ছবি তুলে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন–উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম ইউসুফ আলী, শরিফুল ইসলাম বুলবুল, শাহাদৎ হোসেন ও অ্যাডভোকেট শামীম হোসেন।
এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মোবাইল ফোনে কল করা হলে সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
তবে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা বিএনপির সভামঞ্চে বসার ক্ষুব্ধ হয়েছে দলের কর্মীরা। এ দায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু এড়াতে পারেন না। বিধি মেনে তাকে শোকজ করা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে