
আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতার পালাবদলে বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃত্ব নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে এক পক্ষের বিরুদ্ধে পাতানো নির্বাচনের অভিযোগ এনে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে অন্য পক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পুলক কুমার মণ্ডল বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল চেম্বার অব কমার্সের নেতৃত্ব দখলের একাংশে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এবায়দুল হক চান এবং অপরাংশে বরিশাল কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম। গত অক্টোবরের শুরুতে শেখ রহিমের ওপর রাতের আঁধারে হামলাও করা হয়। তাঁর অভিযোগ, চেম্বার নিয়ে দ্বন্দ্বে এবায়দুল হক চানের অনুসারীরা তাঁর ওপর হামলা করেছেন।
জানতে চাইলে বরিশাল চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বিএনপির নেতা শেখ আব্দুর রহিম বলেন, ‘কিছু লোক একতরফাভাবে ভোট করতে চায়। কোনো প্রার্থী নেই দেখিয়ে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজনকে সভাপতি ঘোষণা দেওয়ার পাঁয়তারা করছে। এর নেপথ্যে কলকাঠি নাড়ছেন বিএনপির নেতা এবায়দুল হক চান ভাই।’
শেখ আব্দুর রহিম আরও বলেন, এ ধরনের অনিয়মের প্রতিবাদে চেম্বারের ৭৪ জন সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে পাতানো ও প্রহসনের ভোট বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ চেয়েছেন। কেন প্রশাসক নিয়োগ করা হবে না, তা সাত দিনের মধ্যে জানাতে বলেছে মন্ত্রণালয়।
বরিশাল চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, তিনি কারণ দর্শানোর কোনো নোটিশ পাননি। চেম্বারকে শোকজ করার সুযোগ নেই বাণিজ্য মন্ত্রণালয়ের। আগামী ৬ জানুয়ারি চেম্বারের নির্বাচন হতে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবায়দুল হক চান বলেন, ‘নিয়মকানুনের বাইরে কী করে বাণিজ্য মন্ত্রণালয় শোকজ করবে। আর শোকজ করলে এর জবাব দেবেন সংগঠনের সভাপতি।’
এবায়দুল হক দাবি করেন, ‘রহিম (চেম্বারের সাবেক সভাপতি শেখ আব্দুর রহিম) তো বলতেই পারেন—নাচতে না জানলে উঠান বাঁকা। নির্বাচনে কেউ যদি না আসে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে।’ তিনি আক্ষেপ করে
বলেন, ‘এই চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ছিলেন মনু ভাই। অথচ তাঁর নামটাও নেই চেম্বারে। এই রহিম চেম্বারে সাবেক মেয়র হিরণের নাম ঝুলিয়ে দিয়েছে।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে