নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠজন জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানীর উত্তরা আবাসিক এলাকার তিনটি প্লট ও একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ক্রোকের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, তিনটি প্লট রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় রয়েছে। একটি ৩ কাঠা, একটি ৫ কাঠা ও একটি ১০ কাঠার প্লট। এ ছাড়া ক্রোকের আদেশ দেওয়া ১৫৭০ বর্গফুটের ফ্ল্যাটটিও উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত।
আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের নামে এসব সম্পদ থাকলেও মূলত এটা হারুনের বেনামে ক্রয় করা সম্পদ। তিনি এসব সম্পদ বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করছেন। এ জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে হারুনের এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
পাশাপাশি এ দিনই তাঁর ভাই এ বি এম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ, ১১টি ব্যাংক হিসাব ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হারুন পলাতক রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠজন জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানীর উত্তরা আবাসিক এলাকার তিনটি প্লট ও একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ক্রোকের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, তিনটি প্লট রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় রয়েছে। একটি ৩ কাঠা, একটি ৫ কাঠা ও একটি ১০ কাঠার প্লট। এ ছাড়া ক্রোকের আদেশ দেওয়া ১৫৭০ বর্গফুটের ফ্ল্যাটটিও উত্তরার ১০ নম্বর সেক্টরে অবস্থিত।
আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উলুহারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের নামে এসব সম্পদ থাকলেও মূলত এটা হারুনের বেনামে ক্রয় করা সম্পদ। তিনি এসব সম্পদ বিক্রয় বা হস্তান্তরের চেষ্টা করছেন। এ জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে হারুনের এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন অর রশীদের ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাঁর নামে বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাবে থাকা ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৪৬৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
পাশাপাশি এ দিনই তাঁর ভাই এ বি এম শাহরিয়ারের ৩০ বিঘা জমি জব্দ, ১১টি ব্যাংক হিসাব ও তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার আদালত।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হারুন পলাতক রয়েছেন।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৬ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২২ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে