নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রেসক্লাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধায় আজ শনিবার ৩টায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে পারেননি কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে তাঁরা মোমিন রোডে চেরাগী পাহাড় মোড়ে এসে জড়ো হন। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নারী আন্দোলনকারীরা ব্যানার নিয়ে কোটা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাগ্বিতণ্ডা হয়। বিকেল ৪টার দিকে পুলিশ বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় নগরের মোমিন রোড, জামালখান ও আশপাশে সড়কগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহনের চলাচল কমে যাওয়ার পাশাপাশি দোকানপাট বন্ধ হয়ে রয়েছে। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে সন্দেহভাজনদের আটক করতে দেখা গেছে।
এর আগে বেলা সাড়ে ৩টায় জামালখানে কোটা আন্দোলনে অংশ নিতে আসা তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদ ইমন নামে একজন শিক্ষার্থীর নাম জানা গেছে। তিনি বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
কোটা আন্দোলনকারীদের এক পক্ষ কর্মসূচি ঘোষণা করলেও কারফিউ শিথিলের সময় সরকারবিরোধী কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ। তিনি বলেন, চট্টগ্রামে ১৬ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময় কোনো সভা-সমাবেশ করার অনুমতি নেই। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সিএমপি।
গতকাল রোববার রাতে ঢাকায় ডিবি হেফাজতে থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম।
এরপর রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসউদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না মেনে সোমবার সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে একটি অংশ প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেয়।

চট্টগ্রামে প্রেসক্লাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধায় আজ শনিবার ৩টায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে পারেননি কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে তাঁরা মোমিন রোডে চেরাগী পাহাড় মোড়ে এসে জড়ো হন। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নারী আন্দোলনকারীরা ব্যানার নিয়ে কোটা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাগ্বিতণ্ডা হয়। বিকেল ৪টার দিকে পুলিশ বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় নগরের মোমিন রোড, জামালখান ও আশপাশে সড়কগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহনের চলাচল কমে যাওয়ার পাশাপাশি দোকানপাট বন্ধ হয়ে রয়েছে। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে সন্দেহভাজনদের আটক করতে দেখা গেছে।
এর আগে বেলা সাড়ে ৩টায় জামালখানে কোটা আন্দোলনে অংশ নিতে আসা তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে মোহাম্মদ ইমন নামে একজন শিক্ষার্থীর নাম জানা গেছে। তিনি বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
কোটা আন্দোলনকারীদের এক পক্ষ কর্মসূচি ঘোষণা করলেও কারফিউ শিথিলের সময় সরকারবিরোধী কোনো কার্যক্রম চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ। তিনি বলেন, চট্টগ্রামে ১৬ ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখা হয়েছে। এ সময় কোনো সভা-সমাবেশ করার অনুমতি নেই। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সিএমপি।
গতকাল রোববার রাতে ঢাকায় ডিবি হেফাজতে থাকা অবস্থায় এক ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম।
এরপর রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসউদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না মেনে সোমবার সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে একটি অংশ প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে