মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

মালয়েশিয়াগামী ছোট ভাইকে কক্সবাজার থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছিলেন মো. হোসেনসহ তিনজন। ছোট ভাইকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস উল্টে হতাহতের ঘটনায় মারা গেছেন তিনি।
নিহত মো. হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে। চৌদ্দগ্রামের দুর্ঘটনায় হোসেনসহ ৫ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে।
নিহতের ভাই মো. ফিরোজ জানান, তাঁদের ছোট ভাই আকাশের মালয়েশিয়ার ফ্লাইট ছিল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে আসেন বড় ভাই মো. হোসেন, মো. ফিরোজ ও তালতো ভাই মো. মুক্তার আহম্মেদ।
আকাশ বিমানে ওঠার পর গতকাল রাত ২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে রিলাক্স পরিবহনের বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন ফিরোজ, হোসেন ও মুক্তার। ফিরোজ বলেন, ‘পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছালে আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এসে আমার ভাই হোসেনসহ ৫ যাত্রী নিহত হন।’
ফিরোজ আরও বলেন, ‘আমার ভাই হোসেন নির্মাণ ঠিকাদার হিসেবে কাজ করতেন। ভাইয়ের আর বাড়ি ফেরা হলো না। দুর্ঘটনায় আমি হাতে ও মাথায় আঘাত পেয়েছি। আমার তালতো ভাইও আহত হয়েছেন।’
দুর্ঘটনায় নিহতদের মধ্যে আরও দুজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে নাছির উদ্দিন পলাশ (৪০) এবং ঢাকা নর্থসাউথ ইউনিভার্সিটির এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের ডাবল ডেকার বাস আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ৫ ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’

মালয়েশিয়াগামী ছোট ভাইকে কক্সবাজার থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছিলেন মো. হোসেনসহ তিনজন। ছোট ভাইকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস উল্টে হতাহতের ঘটনায় মারা গেছেন তিনি।
নিহত মো. হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে। চৌদ্দগ্রামের দুর্ঘটনায় হোসেনসহ ৫ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে।
নিহতের ভাই মো. ফিরোজ জানান, তাঁদের ছোট ভাই আকাশের মালয়েশিয়ার ফ্লাইট ছিল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে আসেন বড় ভাই মো. হোসেন, মো. ফিরোজ ও তালতো ভাই মো. মুক্তার আহম্মেদ।
আকাশ বিমানে ওঠার পর গতকাল রাত ২টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে রিলাক্স পরিবহনের বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন ফিরোজ, হোসেন ও মুক্তার। ফিরোজ বলেন, ‘পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছালে আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এসে আমার ভাই হোসেনসহ ৫ যাত্রী নিহত হন।’
ফিরোজ আরও বলেন, ‘আমার ভাই হোসেন নির্মাণ ঠিকাদার হিসেবে কাজ করতেন। ভাইয়ের আর বাড়ি ফেরা হলো না। দুর্ঘটনায় আমি হাতে ও মাথায় আঘাত পেয়েছি। আমার তালতো ভাইও আহত হয়েছেন।’
দুর্ঘটনায় নিহতদের মধ্যে আরও দুজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে নাছির উদ্দিন পলাশ (৪০) এবং ঢাকা নর্থসাউথ ইউনিভার্সিটির এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের ডাবল ডেকার বাস আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ৫ ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে