Ajker Patrika

বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত লাশ উদ্ধার: প্ররোচনা মামলায় যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত লাশ উদ্ধার: প্ররোচনা মামলায় যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদী কলেজছাত্রী এশা মির্জার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় সৌরভ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকার বাসিন্দা।

আজ রোববার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বলেন, গতকাল শনিবার রাতে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে এশা মির্জার বোন লুনা মির্জা আপন ভাই জনি মির্জা ও সৌরভ নামের একজনকে আসামি করে মামলা করেন। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ রোববার ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় এশা বাদী হয়ে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় এশা ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করেন। পরে ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন তিনি।

মামলা করার পর গোলাম কিবরিয়া উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকাল জামিন লাভ করেন। পরদিন আদালতে হাজির হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ জুন টাঙ্গাইল শহরের একটি বেসরকারি ক্লিনিকে এশা সন্তানের জন্ম দেন। পরে আদালতের নির্দেশে এশার গর্ভে জন্ম নেওয়া শিশুর ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে জন্ম নেওয়া ওই শিশুটির বাবা গোলাম কিবরিয়া ওরফে বড় মনি নন বলে জানা যায়। পরে আদালত গত ৯ অক্টোবর গোলাম কিবরিয়াকে ১১ জুলাই উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রাখেন। পরে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। ধর্ষণের মামলাটি টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিপিআই) তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...