নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরের মিরাবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাম্পটির কর্মচারী ও পথচারীসহ অন্তত নয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজারের দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০), ও মুহিন (৪৫)।
ঘটনাস্থলে উপস্থিত সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে সিএনজি স্টেশনের কম্প্রেসার মেশিনের গ্রেড ভাল্ব খুলে গিয়ে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশের টিম কাজ করছে, তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, ‘খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কম্প্রেসারের একটি ভাল্ব একটু আলগা ছিল, এতে গ্যাসের প্রেশার বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে বলা যাবে।’ পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে নয়জন রোগী ভর্তি আছেন। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তিনজনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। বাকিদেরও শ্বাসনালিসহ অনেক জায়গা পুড়েছে। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা না গেলে অগ্নিদগ্ধ রোগীদের অবস্থা বোঝা যায় না।’

সিলেট নগরের মিরাবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাম্পটির কর্মচারী ও পথচারীসহ অন্তত নয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজারের দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০), ও মুহিন (৪৫)।
ঘটনাস্থলে উপস্থিত সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে সিএনজি স্টেশনের কম্প্রেসার মেশিনের গ্রেড ভাল্ব খুলে গিয়ে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশের টিম কাজ করছে, তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, ‘খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কম্প্রেসারের একটি ভাল্ব একটু আলগা ছিল, এতে গ্যাসের প্রেশার বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে বলা যাবে।’ পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে নয়জন রোগী ভর্তি আছেন। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তিনজনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। বাকিদেরও শ্বাসনালিসহ অনেক জায়গা পুড়েছে। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা না গেলে অগ্নিদগ্ধ রোগীদের অবস্থা বোঝা যায় না।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে