বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

যশোরে বিএনপির সমাবেশ আজ, আগের দিন মহড়া আ.লীগের

আপডেট : ২৭ মে ২০২৩, ১০:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল যশোরে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা যশোরে বিএনপির সমাবেশের আগের দিন গতকাল শুক্রবার বাঁশের লাঠি নিয়ে মহড়া দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলার আট উপজেলার নেতা-কর্মীদের নিয়ে বিকেলে শহরের টাউন হল ময়দানে বিক্ষোভ সমাবেশ করে দলটি।

আজ শনিবার যশোরে সমাবেশ করবে বিএনপি। এতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বলে দলটির নেতারা দাবি করেছেন। তবে বিএনপির সমাবেশের আগের দিন এমন লাঠি মিছিল বের করাকে জেলা আওয়ামী লীগের শক্তির মহড়া বলে মনে করছেন রাজনীতিকেরা। সমাবেশ শেষে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে বাঁশ ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সমাবেশস্থল শহরের টাউন হল ময়দান থেকে বের হয়ে দড়াটানা ঘুরে চৌরাস্তা থানা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘তারেক জিয়ার ইন্ধনে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। লন্ডনে তারেক জিয়ার মৃত হলে তাঁর লাশ বাংলাদেশে প্রবেশ করবে না। আওয়ামী লীগ পুনরায় নৌকা প্রতীকে সরকার গঠন করবে, এই ভয়ে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে।’
শহিদুল ইসলাম মিলন আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে একত্রিত হয়ে বিএনপির ষড়যন্ত্রকে মোকাবিলা করার আহ্বান করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন, ‘যশোরে বিএনপি সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ পাঠিয়ে দেব। তাঁরা ঠান্ডা করে দেবেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন যশোরের পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাছির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সী মহিউদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু প্রমুখ।

এদিকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে শহরের ভোলা ট্যাংক রোডে তাঁদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। একই দিন শহরের টাউন হল মাঠে আওয়ামী লীগ-সমর্থিত একটি শ্রমিক সংগঠনকে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘একই দিনে দুটি সমাবেশ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই। কারণ, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য পুলিশ দুই পক্ষকে আহ্বান জানিয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ফ্লাইটে অনিয়ম ও প্রবাসীর মৃত্যু: বৈমানিক তোফায়েল চাকরিচ্যুত

    ভোটের মাঠে

    লালমনিরহাট-৩: জাপা-বিএনপিতে একক, আ.লীগে ছড়াছড়ি

    এসবিএসি ব্যাংকের সিএফওকে শোকজ

    সোয়া আট কোটি টাকা মূলধন ঘাটতিতে অগ্রণী ইনস্যুরেন্স

    ইসলাম

    ভুল শুধরে দেওয়ার আদব

    সার কেলেঙ্কারি: পোটনের বিরুদ্ধে অনুসন্ধান দ্রুত শেষ করতে চায় দুদক

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির