সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

কক্সবাজার পৌর নির্বাচন: প্রতীক পেয়েই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারে প্রার্থীরা

আপডেট : ২৬ মে ২০২৩, ২০:৪১

প্রতীক পেয়ে নেতা-কর্মীদের নিয়ে প্রচারে নেমেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা প্রতীক বরাদ্দ পেয়েই কক্সবাজার পৌরসভা নির্বাচনের প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়েছেন। আজ শুক্রবার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। 

পাঁচজন মেয়র, ১২ ওয়ার্ডে ৫৬ কাউন্সিলর ও ৪ ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

এদিকে আজ দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর অধিকাংশ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিতে দেখা যায়। দুপুর থেকে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে প্রার্থীরা শত শত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল ও মাইকিং করে ভোট চেয়ে প্রচার চালান। 

এর আগে গতকাল বৃহস্পতিবার এক মেয়র ও পাঁচজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদত হোসেন বলেন, সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নির্বাচনী আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। 

আগামী ১২ জুন এই পৌরসভার ভোট গ্রহণ করা হবে। ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন এবং নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। 

মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুবুর রহমান চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী মাসেদুল হক রাশেদ (নারিকেলগাছ) ও তাঁর স্ত্রী জোসনা হক (মোবাইল ফোন), জগদীশ বড়ুয়া (হেলমেট) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহেদুর রহমান (হাতপাখা)।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    লোকসানের শঙ্কায় মেহেরপুরের আম চাষিরা, সরকারিভাবে রপ্তানির দাবি

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা: ৮ জনের ফাঁসির রায়

    খাগড়াছড়িতে বিএনপি নেতার গাড়িতে হামলা, আ. লীগের ১০৩ নেতা-কর্মীর নামে মামলা

    কেশবপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর 

    শিক্ষা জাতীয়করণসহ ১২ দফা দাবি শিক্ষকদের

    শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

    লোকসানের শঙ্কায় মেহেরপুরের আম চাষিরা, সরকারিভাবে রপ্তানির দাবি

    বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাফজয়ী ছোটন

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা: ৮ জনের ফাঁসির রায়

    অনুষ্ঠানের দিন বাতিল নচিকেতার কনসার্ট, দর্শকদের বিক্ষোভ