বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, দেশে এখন সদরঘাটের পরে যাত্রী সংখ্যা বিবেচনায় চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর। বর্তমান সরকার এ বন্দরকে উন্নয়নে যথেষ্ট উৎসাহী। ১০০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুরে ৩০০ ফুট দৈর্ঘ্যের আধুনিক নৌ বন্দর নির্মাণ করা হবে। আশা করি, অতি শিগগিরই আমরা নৌ বন্দর নির্মাণের কাজ শুরু করতে পারব।’
আজ শুক্রবার চাঁদপুর শহরের মাদ্রাসা রোডে প্রস্তাবিত আধুনিক নৌ বন্দর নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘বর্তমানে ঢাকা-চাঁদপুর নৌ-রুট ব্যবস্থাপনা অনেক ভালো। খুব অল্পসময়ের মধ্যেই আসা-যাওয়া করা যায়। এই নৌ পথের যাত্রা অনেক নিরাপদ এবং সাশ্রয়ী। নিরাপদ ও বিলাস বহুল নৌযান থাকার কারণে এই অঞ্চলের যাত্রীরাও এই রুটে বেশি আসছে।’
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন, বিআইডাব্লিউটিসি হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছসহ বিআইডাব্লিউটিএর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিআইডাব্লিউটি চেয়ারম্যান চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের শরীয়তপুর অংশের আলু বাজার ও চাঁদপুর অংশের হরিণা ঘাট পরিদর্শন করেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে