বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

সেকশন

 

মেঘনায় ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়া চুরি হয়ে গেছে

আপডেট : ২৩ মে ২০২৩, ১৭:০৮

ফাইল ছবি ভোলার মেঘনা নদীতে জালে ধরা পড়া বিরল প্রজাতির সেই কাঁকড়াটি চুরি হয়ে গেছে। গতকাল সোমবার মধ্য রাতে এটি চুরি হয়ে যায়। 

এর আগে গত বুধবার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি। ওই জেলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজার গ্রামে। 

ফারুক মাঝি আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে তজুমদ্দিন উপজেলার শশিভূষণ এলাকায় মেঘনার পাড়ে নৌকার মধ্যে কাঁকড়াটি রাখি। পরে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারের বাড়িতে যাই। নৌকার মধ্যে থাকা ওই কাঁকড়াটি পাহারা দেওয়ার জন্য একজনকে ৫০০ টাকাও দিয়েছিলাম। কিন্তু আজ সকালে এসে দেখি নৌকার মধ্যে কাঁকড়াটি নেই। রাতের আঁধারে এটি চুরি করে নিয়ে গেছে।’ 

ফারুক মাঝি জানান, ‘গত বুধবার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পরে বিরল প্রজাতির কাঁকড়াটি। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানিতে রেখে দিই। গত ছয় দিন এভাবেই ছিল।’ 

ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখিনি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম অনেক। তাই অনেক টাকায় বিক্রির আশায় রেখে দিয়েছিলাম। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম। কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ।’ 

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম বেশি নয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্যের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    ‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

    শিবপুরে গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

    চট্টগ্রামে দিনমজুরকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

    মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির সদস্যের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ

    জ্যৈষ্ঠের গরমে ভোগান্তি বাড়াচ্ছে লোডশেডিং

    গাজীপুর মেট্রোপলিটন থেকে ব্যাটালিয়নে বদলি মোল্যা নজরুল

    শীতলক্ষ্যায় পড়ে নিরাপত্তা প্রহরী নিখোঁজ

    দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক