বগুড়া শাজাহানপুরে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় আলী (৬০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী ট্রাস্ট ব্যাংক বগুড়া সেনানিবাস (বি ব্লক) শাখার পিওন। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের দিক থেকে বিব্লক দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইয়াছিন আলী। একই দিকে সেনাবাহিনীর একটি গাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে পরিচয় গোপন রাখার শর্তে ট্রাস্ট ব্যাংক বগুড়া সেনানিবাস শাখার এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণের প্রস্তুতি চলছে। ইয়াছিনের মরদেহ তাঁর গ্রামের বাড়ি বগুড়া সদরের সাবগ্রামে দাফন করা হবে।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ এখন পর্যন্ত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ আছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে