সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

বাউফলে ২ স্কুলছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২ 

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৬:২১

প্রতীকী ছবি পটুয়াখালীর বাউফলে ‘সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র খুনের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার সূর্যমণির ইন্দ্রকুল গ্রাম থেকে সিফাদ (১৪) ও উপজেলার কালাইয়া থেকে সৈকতকে (১৪) গ্রেপ্তার করা হয়। 

এদিকে খুনের ঘটনায় আজ দুপুরে নিহত স্কুলছাত্র নাফিসের মা নার্গিস বেগম বাদী হয়ে ছয়জনের নামে থানায় একটি মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় জড়িত ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত স্কুলছাত্র নাফিসের মা নার্গিস বেগম। এর আগে আজ ভোরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

উল্লেখ্য, উপজেলার ইন্দ্রকুল বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হয়। এ ঘটনায় একে অপরকে চড়-থাপ্পড় মারে। এর জেরে গত বুধবার বিকেলে বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্র দশম শ্রেণির ছাত্র নাফিজ, মারুফ, এনামুল ও সিয়ামের ওপর হামলা চালায়। 

এ সময় তারা পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারুফ, সিয়াম, এনামুল ও নাফিজকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মারুফ ও নাফিজকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

    ৩ দিন অসুস্থ থাকার পর চিকিৎসা পেয়ে বনে ফিরল বন্য হাতি

    সরকারি রাস্তার ইট তুলে বাড়িতে নিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

    ১০ শিক্ষককে সংবর্ধনা দিতে ২৩ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

    বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

    সিলেটে আন্দোলনে যাচ্ছেন জ্বালানি তেলের ব্যবসায়ীরা

    স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

    নতুন শিক্ষাক্রমে প্রথম এসএসসি পরীক্ষা ২০২৬ সালে 

    ৩ দিন অসুস্থ থাকার পর চিকিৎসা পেয়ে বনে ফিরল বন্য হাতি

    গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

    জাতিসংঘের আমন্ত্রণ পেয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে গিয়ে গ্রেপ্তার ৫ 

    আপনি আমাদের লোক নন, ব্যারিস্টার আমীর–উল ইসলামকে দুলাল