শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগের মামলা

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৫:২৮

ফাইল ছবি মৌলভীবাজারে বিষ মেশানো মৃত ছাগলের মাংস খেয়ে ১৩টি বিপন্ন প্রজাতির শকুন ও শিয়াল হত্যার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার সদর বন্য প্রাণী রেঞ্জের বর্ষিজোড়া বিটের বিট কর্মকর্তা আবু নাঈম মো. নুরুন্নবী বাদী হয়ে মো. রোকন ও কচনু মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন। 

মামলায় জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড় কাঁপন গ্রামের রোকন ও কচনু মিয়ার ছাগল শিয়ালে মেরে ফেলায় তাঁরা ক্ষুব্ধ হয়ে মৃত ছাগলে বিষ দিয়ে রাখেন। বিষ মেশানো মাংস খেয়ে ১৩টি শকুন, শিয়াল ও কুকুর মারা যায়। গত বৃহস্পতিবার ফসলি জমিতে এসব মৃতদেহ পাওয়া যায়। 

এলাকাবাসী জানান, কিছুদিন ধরে এই গ্রামে শিয়ালের উৎপাত বাড়ছে। শিয়াল ইতিমধ্যে এলাকার অনেক ছাগল খেয়ে ফেলেছে। তাই কেউ শিয়াল ধরতে মৃত ছাগলের ওপর বিষ দিয়েছে। বড় কাঁপন গ্রামের বুড়িকোনা ফসলী জমির মাঠে কয়েক দিন ধরে মৃত শুকুন, শিয়াল, কুকুর ও বিড়ালের মৃতদেহ পড়ে আছে। মৃত শকুনের পাশে সেমকাপ নামের তিনটি কীটনাশকের বোতল পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি জানাজানি হলে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে ১০টি মৃত শকুন উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠান। এ ছাড়া আরও তিনটি মৃত শকুনের চিহ্ন পাওয়া যায়। 

এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, মৃত ছাগলের মধ্যে বিষ প্রয়োগ করায় প্রায় ১৩টি শকুনের মৃত্যু হয়েছে। শুধু শকুন নয়, এর পাশাপাশি অনেক কুকুর, শিয়াল ও বিড়ালের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বন বিভাগের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী 

    পটুয়াখালীতে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, জাহাঙ্গীরে লাশ নিয়ে বিক্ষোভ

    সিলেট সার্কিট হাউসে প্রধান নির্বাচন কমিশনার

    ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর, নেতাদের বাড়িতে হামলা

    শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী