বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

গুনে গুনে ঘুষ আদায়ের সত্যতা মিলেছে, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৮:৪৩

টাকা গনছেন প্রধান শিক্ষক বলরাম রায়। ছবি: ভিডিও থেকে নেওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায়ের বিরুদ্ধে গুনে গুনে ঘুষ নেওয়ার ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ওই প্রতিবেদন হাতে পেয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। 

ইউএনও আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুষ নেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদনের কপিসহ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’ 

এ বিষয়ে বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক বলরাম রায় বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।’

এদিকে গত মঙ্গলবার ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। আজ বৃহস্পতিবার তাঁকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মমিন। 

আব্দুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, প্রধান শিক্ষক নিয়োগের নামে ঘুষ নিয়ে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আউলিয়াগঞ্জ উচ্চবিদ্যালয়ে একজন অফিস সহায়ক (পিয়ন) পদে নিয়োগের জন্য গত বছরের ২ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে ১৫টি আবেদন পড়ে। এরপর প্রধান শিক্ষক পিয়ন নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে নিয়োগ প্রার্থী শাহিনুরের সঙ্গে ৯ লাখ টাকা চুক্তি করেন। শাহিনুর নিয়োগ পাওয়ার আশায় দুই দফায় তাঁকে দেড় লাখ টাকা দেন। পরে তিনি শাহিনুরকে নিয়োগ না দিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মমিনের ভাতিজাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন। এরপর প্রধান শিক্ষকের ঘুষের টাকা গুনে নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 
 
এ নিয়ে গত ৩০ জানুয়ারি আজকের পত্রিকায় ‘গুনে গুনে ঘুষ আদায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এবং গত ২৯ জানুয়ারি ‘বদরগঞ্জে পিয়ন পদে নিয়োগে প্রধান শিক্ষকের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ তদন্তের নির্দেশ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহীদুল ইসলামকে। শহীদুল ইসলাম সরেজমিনে তদন্ত করে ঘুষ নেওয়ার সত্যতা পেয়ে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন জমা দেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

    দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী

    বিএনপি-জামায়াত রেলকে পরিত্যক্ত করেছিল, শেখ হাসিনা পুনরুদ্ধার করেছেন: রেলমন্ত্রী

    মহম্মদপুরে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার 

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার